মিশিগানে ‘বাংলাটাউন’ নামফলকে কালি লেপন, ক্ষোভ-নিন্দার ঝড়

0

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের লক্ষাধিক বাংলাদেশি-আমেরিকানদের ঐক্য ও ঐতিহ্যের প্রতীক ‘বাংলাটাউন’ নামফলকে রাতের আঁধারে কালো কালি লেপন করে দিয়েছে দুষ্কৃতকারীরা।

ডেট্রয়েট-হ্যামট্রামিক শহরের প্রবেশদ্বারে বাংলাদেশ এভিনিউ তথা কনান্ট এভিনিউতে অবস্থিত ফলকটির দুই পাশে কালো রঙ স্প্রে করে নষ্ট করে দেওয়া হয়েছে।

এ ঘটনায় বাংলাদেশি প্রবাসীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিন্দার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়।

Travelion – Mobile

শনিবার (৫ নভেম্বর) বিকেলে বিষয়টি স্থানীয় প্রবাসীদের নজরে আসে। তাদের ধারণা, শুক্রবার রাতের কোনো সময়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।

ঘটনার তদন্ত ও দুর্বৃত্তদের চিহ্নিত করতে মাঠে নেমেছে ডেট্রয়েট সিটি পুলিশ। এরই মধ্যে তারা নামফলক এলাকা সরেজমিন পরিদর্শন করেছে।

যুক্তরাষ্ট্র প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

প্রবাসী বাংলাদেশিরা এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।

বাংলাদেশের ঐতিহ্য বহন করা দৃষ্টিনন্দন ‘বাংলাটাউন’ ফলকটি সবদেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করে আসছে। এটি মিশিগানে বেড়াতে আসা বাংলাদেশি পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় স্পট।

বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ এবং আমেরিকা ও বাংলাদেশের জাতীয় পতাকা খচিত বাংলাটাউন এই ফলকটি নির্মাণ করে বাংলাদেশি আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স। ২০১৭ সালের ২০ অক্টোবর ডেট্রয়েট সিটির মেয়র মাইক ডোগান আনুষ্ঠানিকভাবে ফলকের উদ্বোধন করেন।

এর আগে ২০১৫ সালে ৬ নভেম্বর মিশিগান স্টেটের তৎকালীন গভর্নর রিক স্নাইডার এই এলাকাকে আনুষ্ঠানিকভাবে বাংলাটাউন স্বীকৃতি প্রদান করেন।

ঘটনাটি প্রকাশ হওার পর থেকে এ নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। মিশিগান প্রবাসীর সঙ্গে, যুক্তরাষ্ট্রের অন্য রাজ্যের বাংলাদেশিরাও নিন্দা-ক্ষােভ জানাচ্ছেন এবং দোষীদের সন্ধান ও শাস্তি দাবি করেছেন।

প্রবাসী সংগঠক শাহাদাত হোসেন মিন্টুর মতে,’এটা আমেরিকান বা অন্য কোন জাতির কাজ নয়। এটা আমাদের বাংলার নতুন মীরজাফর, ঘষেটী বেগম এদের উওরসুরীদের কাজ। এ ঘটনার ধিক্কার ও নিন্দা জানাই’।

আরও পড়তে পারেন :
মিশিগানে ভায়োলেটসের ২য় বর্ষপূর্তি উদযাপন
যুক্তরাষ্ট্রে জাতীয় সংবিধান দিবস উদযাপন
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মাননা
নিউইয়র্ক মাতলো লালন উৎসবে
যুক্তরাষ্ট্রে উদীচীর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনির সরকার লিখেছেন,’তদন্ত করলে দেখে যাবে বাংলাদেশেরই কেউ না কেউ এর সাথে জড়িত আছে। ‘২৪ ঘন্টার সিসি ক্যামেরার ফুটেজ চেক করুন’।

মিশিগান স্টেইট যুবলীগ নেতা রুম্মান চৌধুরী ইভানের প্রতিক্রিয়া,’অপরাধী যে জাতির হোক,পরিচয় বের করে সম্মিলিতভাবে শাস্তির ব্যবস্থা করা হউক’।

শেখ ইসলামের উক্তি,’খুব খারাপ কাজ, যারা করেছে তারা আমাদের বাংলার শত্রু, সবার দুশমন। যারা একাজ করেছে তাদের মুখগুলো লাইভে এনে দেখাবেন তদন্তকারীরা। সবাই দেখুক, চিনুুক পারোক আমাদের শত্রুদের।’

নিউইয়র্কের পীর নিদ্দুর কমেন্ট,’ Hunt, find, punish to restore and perceive to prevent damage to ppls cultures and national emblems!

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন