বিশ্বব্যাপী করোনার স্বাস্থ্যকর্মীদের জন্য তার্কিশ এয়ারলাইন্সের ৪০% ছাড়

তিনজন সঙ্গীসহ

করোনাভাইরাস (কোভিড ১৯) প্রতিরোধ যুদ্ধে নিয়োজিত সারাবিশ্বের স্বাস্থ্যকর্মীদের জন্য টিকিট মূল্যে ৪০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে তার্কিশ এয়ারলাইন্স ।

মহামারিতে নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়া চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের উৎসাহ ও সম্মান জানাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বিমানসংস্থাটি।

সোমবার (৮ জুন) বিমানসংস্থার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেবল স্বাস্থ্যকর্মী একা নন, তার আরও তিনজন সঙ্গীও এই ছাড়ে যে কোন ধরনের টিকিটে যে কোন গন্তব্যে ভ্রমণ করতে পারবেন।

Travelion – Mobile

এয়ারলাইন্সের ওয়েবপেজ বা মোবাইল অ্যাপ্লিকেশনে গিয়ে ডিসকাউন্ট টিকিট ক্রয় করা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এয়ারলাইন্সটি জানিয়েছে, যে সমস্ত যাত্রীরা এই অফারে আবেদন করবেন, তাঁরা এই বছরের ৮ জুন থেকে ২০২১ সালের ৩১ মে-র মধ্যে যে কোন একটি সময় বেছে নিতে পারবেন। ৪০% ডিসকাউন্টে টিকেট কেনার সুযোগ থাকবে এই বছরের ৮ জুন থেকে পহেলা আগস্ট পর্যন্ত।

দুই মাসের বিরতির পর গেল সপ্তাহ থেকে তার্কিশ এয়ারলাইন্স পুনরায় তাদের অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চালু করে এবং বুধবার থেকে তারা তাদের আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় শুরু করেছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!