এবার পর্তুগালে মুক্তি পাচ্ছে সাম্প্রতিক সময়ের আলোচিত বাংলা সিনেমা ‘হাওয়া’।
আগামী শনিবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় দেশটির রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত এলাকার কাছে বাইশা সিয়াদো মেট্রোর পাশে সিনেমা ইডিয়েলে সিনেমা উদ্বোধনী শোর মাধ্যমে প্রবাসী বাংলাদেশি দর্শকদের জন্য উন্মুক্ত হবে ‘হাওয়া’।
একই হলে ২২ ও ২৩ অক্টোবর সকাল ১১ টায় সিনেমাটির আরও একটি করে শো চলবে।
বাঙালি অধ্যসিতো বেনফোরমোসো রোডে মাতৃ ভান্ডার ও বিডি সুপার মার্কেটে ‘হাওয়া’র অগ্রিম টিকিট পাওয়া যাবে।
পর্তুগালে প্রথমবাবের মত দেশীয় কোন সিনেমা বাণিজ্যিকভাবে মুক্তি ও প্রদশর্নের উদ্যোগ নেওয়া হয়েছে।
‘হাওয়া’ প্রদর্শনের উদ্যোক্তা মো. রাসেল আহম্মেদ বলেন, ‘পর্তুগালে বাংলাদেশ কমিউনিটি বসবাস প্রায় ৩৫ বছর এবং এখান প্রায় ২৫ হাজার প্রবাসী বাংলাদেশি আছেন। কিন্তু দেশীয় ছবি প্রবাসে দেখার সুযোগ পায়নি কখনও । তাই এবার আমরা হাওয়া দিয়ে সুচনার উদ্যোগ নিলাম’।
আরও পড়তে পারেন : প্রবাসীদের জন্য সেরা শহর : বিশ্ব র্যাঙ্কিংয়ে লিসবন
এ নিয়ে বাংলাদেশ কমিউনিটির মানুষের মধ্যে উচ্ছ্বাস ও আবেগ দেখা যাচ্ছে।
প্রবাসী কয়েকজন বাংলাদেশি জানিয়েছেন, পর্তুগালে হলিউড বা বলিউডের সিনেমা নিয়মিত দেখার সুযোগ থাকলেও বাংলাদেশি সিনেমা কখনো দেখার সুযোগ হয়নি। তাই হাওয়ার মুক্তির খবরে সবাই অনেক উচ্ছাসিত।
গভীর সমুদ্রে চিত্রায়িত মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া মুক্তির পর থেকেই সাফল্যের হাওয়ায় ভাসছে । এরই মধ্যে দেশের সীমানা ছাড়িয়ে অনেকে দেশে মুক্তি পেয়েছে এবং দর্শকদের বেশ প্রশংসা কুড়িয়েছে।
আরও পড়তে পারেন : বিশ্বের ‘সেরা গন্তব্য শহর’ নির্বাচিত লিসবন
মুক্তির আগেই ‘হাওয়া’ সিনেমার সাদা সাদা কালা কালা গানটি অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিলো।
সিনেমাটিতে অভিনয় করেছেন: চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, মাহমুদ আলম, বাবলু বোসসহ আরও অনেকে।
আকাশযাত্রার ফেসবুক পেইজে যোগ দিতে চাইলে এখানে ক্লিক করার অনুরোধ