চট্টগ্রামে ১৫৯ আরোহী নিয়ে নেপাল এয়ারলাইন্সের জরুরি অবতরণ

0

অল্পের জন্য রক্ষা পেলো নেপাল এয়ারলাইন্সের ৯ ক্রুসহ ১৫৯ জন আরোহী । আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে আজ বিকেল ৫টা ৩৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

এভিয়েশনের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

বুধবার (৩০ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তাসনিম আহমেদ।

Travelion – Mobile

তিনি বলেন, নেপাল এয়ারলাইন্সের ফ্লাইট 401 কাঠমান্ডু থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছিল। ফ্লাইট টি উড়ার পর বাংলাদেশের আকাশসীমায় এলে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

‘এ সময় বিমানের ক্যাপ্টেন চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করার জন্য আমাদের কাছ থেকে অনুমতি চায় । পাইলট জরুরি অবতরণের বিষয়ে যোগাযোগ করলে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। বিকেল ৫টা ৩৫ মিনিটে ফ্লাইটটি শাহ আমানতে অবতরণ করে।’

আরও পড়তে পারেন : লন্ডনের হিথ্রোতে বিমানের জরুরী অবতরণ

রয়েল নেপালের টেকনিক্যাল টিম উড়োজাহাজটি মেরামত করার পর রাত সাড়ে ১০টায় এটি ব্যাংককের উদ্দেশে রওনা হয়।

উল্লেখ্য, রয়েল নেপালের কোন ফ্লাইট বাংলাদেশে পরিচালনা করা হয় না। এ ফ্লাইটের কোনো যাত্রী বাংলাদেশি নন বলে জানান বিমানবন্দরের পরিচালক।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন