লন্ডনের হিথ্রোতে বিমানের জরুরী অবতরণ

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ‘কারিগরি ক্রুটি’র কারণে সোয়া এক ঘণ্টা পর আবার হিথ্রোতেই ফিরতে বাধ্য হয়।

এভিয়েশনের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

রোববার ওই ঘটনার পর ‘ক্রুটি’ সারিয়ে বিমানের ফ্লাইট বিজি-২০২ আবার দেশের পথে রওনা হয় বলে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে।

Travelion – Mobile

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, লন্ডনের স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে বিজি ২০২ ফ্লাইটটি হিথ্রো থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। কারিগরি ত্রুটির কারণে সোয়া এক ঘণ্টাপর ফ্লাইটটি আবার হিথ্রোতে ফিরে যায়।

“পরে সেখানকার গ্রাউন্ড ইঞ্জিনিয়াররা ত্রুটি মেরামত করলে ভোর ৫টায় ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাংলাদেশ সময় দুপুরে ফ্লাইটটির সিলেট পৌঁছায়।“

এভিয়েশনের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

প্রথম দফা ফ্লাইট রওনা হওয়ার পর সমস্যা দেখা দিলে ওই সময়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হিথ্রোতে ফিনে আসার পর নিয়ম অনুযায়ী যাত্রীদের থাকার ব্যবস্থা করা হয় বলে বিমান কর্তৃপক্ষের ভাষ্য।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!