কাশ্মীরে হাউসবোটে আগুনে ৩ বাংলাদেশি পর্যটকের মৃত্যু
ভারতের রাজধানী কাশ্মীরের শ্রীনগরে বিখ্যাত ডাল লেকে পাঁচটি হাউসবোটে আগুন লাগার ঘটনায় বাংলাদেশি তিন পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) এই দুর্ঘটনায় নিহত বাংলাদেশিরা হলেন অনিন্দ্য কৌশাল, দাস গুপ্ত ও মোহাম্মদ মঈনুদ।
ভারতীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তারা ‘সাফিনা’ নামে একটি হাউসবোটে অবস্থান করছিলেন৷ হাউসবোটটি থেকে আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
তারা আরও জানান লেকের ৯ নম্বর ঘাটের কাছে পুড়ে যাওয়া হাউসবোটের ধ্বংসাবশেষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। তবে, পুড়ে যাওয়া মরদেহগুলো শনাক্ত করার মতো অবস্থায় নেই।
ভারতের বিদেশি আঞ্চলিক নিবন্ধন অফিসের নথি এবং হাউসবোট অপারেটরদের নথি থেকে নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে।
হাউসবোটগুলোতে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তবে কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে একটি গরম করার যন্ত্রের ত্রুটির কারণে প্রথমে কোনো একটি হাউসবোটে আগুন লেগেছিল।
নিহতদের পরিবারের সদস্যদের কাছ থেকে ডিএনএ নমুনা নিয়ে নিশ্চিত করার পরই মরদেহগুলো হস্তান্তর করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ