করোনায় দেশে আটকেপড়া প্রবাসীদের আমিরাতে ফেরার সুযোগ

ভিজিট ভিসায় অবস্থানকারীরাও পাচ্ছেন আকামা!

করোনা পরিস্থিতিতে বিদেশে বা দেশে আটকেপড়া প্রবাসীদের শর্ত সাপেক্ষে সংযুক্ত আরব আমিরাত ফেরার সুযোগ দিতে যাচ্ছে দেশটির সরকার। দেশটির সরকার বাংলাদেশসহ অন্যান্য দেশে অবস্থানরত সকল দেশে বৈধ ভিসাধারীরা এ সুযোগ পাবেন।

আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আবাসিক ভিসাধারীদের মধ্যে যাঁরা ইউএইতে ফিরতে চান তাঁদেরকে স্থানীয় ইউএই দূতাবাসে বা অনলাইনে (https:// mofaie.gov/ae/Services/Twajudi-Resident) নাম নিবন্ধনের পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ দূতাবাস আরো জানায়, নিবন্ধনের পর আন্তর্জাতিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সংশ্লিষ্ট ব্যক্তিরা আমিরাতগামী ফ্লাইটে উঠতে ও আমিরাতে যেতে পারবেন। উল্লেখ্য নভেল করোনাভাইরাস মহামারির পটভূমিতে ফ্লাইট চলাচল সীমিত থাকায় ছুটিতে আসা অনেক কর্মী আটকা পড়েছেন। আবার অনেকে ভিসা থাকা সত্ত্বেও যেতে পারেননি।

Travelion – Mobile

এদিকে ইউএইতে বাংলাদেশ দূতাবাস আরেকটি বিজ্ঞপ্তিতে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের আপাতত দেশে না ফেরার উৎসাহ দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনেকেই বাংলাদেশে ফেরার জন্য যোগাযোগ করছেন। কিন্তু নিয়মিত ফ্লাইট চালু হওয়ার আগে তাঁদের বাংলাদেশে আসার আপাতত কোনো সুযোগ নেই। সরকার নিয়মিত ফ্লাইট চালুর বিষয়ে কাজ করছে।

বাংলাদেশ দূতাবাস আরো জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে সম্ভব হলে দেশে না ফিরে আমিরাতে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করাই শ্রেয়। যাঁদের চাকরি চলে গেছে বা ভিসা বাতিল হয়ে গেছে তাঁদের অন্যত্র চাকরির চেষ্টা করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আরব আমিরাত সরকারসহ বিভিন্ন সূত্রে বাংলাদেশ দূতাবাস অবহিত হয়েছে যে বাংলাদেশিদের মধ্যে যাঁরা ইতিমধ্যে আমিরাতে আছেন তাঁরা ভিসা ট্রান্সফার করতে পারবেন। এমনকি যাঁরা ভিজিট ভিসায় আমিরাতে আছেন তাঁরাও চাকরি ভিসা নিতে পারবেন। দূতাবাস বর্তমান পরিস্থিতিতে ভীতসন্ত্রস্ত বা আবেগতাড়িত না হয়ে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!