কুয়েতে ১ লা জানুয়ারিতে শেষ হওয়া আকামা নবায়নের সুযোগ

কুয়েতে চলতি বছরের ১ লা জানুয়ারিতে যেসব প্রবাসীর রেসিডেন্ট পারমিট বা আকামার মেয়াদ শেষ হয়ে গেছে তারা জরিমানা দিয়ে নবায়ন করতে পারবেন।

শুক্রবার (১৫ মে) দেশটির উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল-সালেহ এই সিদ্ধান্ত জারি করেছেন।

আরব টাইমস প্রথিবেদনে বলা হয়েছে, “রেসিডেন্ট পারমিট (আকামা) ১-১-২০২০ সালে শেষ হয়েছে এবং তারা নবায়ন করতে চান তাহলে তারা জরিমানা দিয়ে তদন্ত কর্তৃপক্ষের রেফারেন্স ছাড়াই আকামা নবায়নের সুযোগ পাবেন।”

Travelion – Mobile

স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানিগুলির জরিমানা পরিশোধে করে তাদের নিবন্ধিত কর্মীদের রেসিডেন্সি পারমিট বা আকামা নবায়নের অধিকার রাখে। এমনকি তারা (কর্মী) দেশের বাইরে থাকলেও-নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতির কারণে যাদের আকামার মেয়াদ বছরের শুরুতে শেষ হয়ে যায় ।

এতে বুঝা যাচ্ছে, বর্তমানে কুয়েতে অবস্থান করা প্রবাসীরাই শুধু নন করোনা পরিস্থিতিতে দেশে আটকেপড়া প্রবাসী কর্মীদেরও আকামা জরিমানা দিয়ে নবায়ন করা যাবে।

আগের খবর
কুয়েতে আপন ভাইয়ের হাতে বাংলাদেশি খুন, নেপথ্যে পরকীয়া!

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!