৭ দেশ থেকে ফিরলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন

করোনার নতুন ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে দক্ষিণ আফ্রিকাসহ ৭ দেশ থেকে বাংলাদেশে আসলে ১৪ দিন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

গতকাল বৃহস্পতিবার রাতে এ আদেশ জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এ ছাড়া, যেকোনো দেশ থেকে বাংলাদেশে আসতে হলে ৪৮ ঘণ্টার মধ্যে আরটি-পিসিআর পদ্ধতিতে করোনা নেগেটিভ রিপোর্ট থাকতে হবে, যা আগে ছিল ৭২ ঘণ্টা।

Travelion – Mobile

এই নির্দেশনা আগামী ৪ ডিসেম্বর থেকে কার্যকর হবে। দেশ ৭টি হচ্ছে বতসোয়ানা, এসওয়াতিনি, ঘানা, লেসোথো, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।

নির্দেশনা মতে, উল্লেখিত এই দেশগুলো থেকে বাংলাদেশে আসলে হোটেলে নিজ খরচে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

সেখানে ৭ দিন পর একবার ও ১৪ দিন পর আবার করোনা পরীক্ষা করা হবে। পরীক্ষার খরচ যাত্রীকেই বহন করতে হবে।

ফ্লাইটে উঠার আগেই সরকার নির্ধারিত হোটেল বুক করতে হবে। হোটেলে ৭ম দিনে করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসলে আলাদা করে আইসোলেশনে পাঠানো হবে। নেগেটিভ রিপোর্ট আসলে হোটেলে বাকি ৭ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

১৪তম দিনে নেগেটিভ রিপোর্ট আসলে সেই ব্যক্তি নিজের গন্তব্যে যেতে পারবেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!