২ বাংলাদেশিকে পুড়িয়ে মারল আফ্রিকান সন্ত্রাসীরা

দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গের কাছে অরেঞ্জ ফার্ম এলাকায় আফ্রিকান সন্ত্রাসীদের দেওয়া পেট্রোলের আগুনে দগ্ধ ২ বাংলাদেশি মারা গেছে। গত ২১ অক্টোবর আগুন হামলা ঘটনাটি ঘটে।

ডাকাতি শেষে, দোকানে আটকে রেখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়, অস্ত্রধারী সন্ত্রাসীদল। এতে, গুরুতর দগ্ধ দুই বাংলাদেশিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। এর মধ্যে ঘটনার দুদিন পর একজন এবং ১৬ দিন পর অপর জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে জোহানসবার্গের বারাক ওয়ানা হাসপাতালে মারা যান আগুনে গুরুতর দগ্ধ রহিম খান (৩৪)।
তিনি টানা ১৬ দিন ঔ হাসপাতালে চিকিৎসায় ছিলেন। তাঁকে বাচানোর জন্য প্রাণপণ চেষ্টা করেন হাসপাতালের চিকিৎসকরা।

Travelion – Mobile

নিহত রহিম খান মাদারীপুর জেলার শিবচর উপজলোর খাঁন বাড়ির সন্তান তিনি।

এর আগে ২৩ অক্টোবর স্থানীয় একটি হাসপাতালে মারা যান ঔ আগুনের ঘটনায় গুরুতর দগ্ধ মো. ইমরান (২৮)। তিনি রহিম খানের দোকানের পার্টনার ছিলেন। ঘটনার দুদিন পরেই মৃত্যু হয় তার। আগুনে তার শরীর পুরো ঝলশে গিয়েছিল।

[প্রিয় পাঠক, আকাশযাত্রা প্রবাস বিভাগে আপনিও লিখতে পারেন। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকসহ কমিউনিটির নানান খবর, সংগঠনের খবর, ভ্রমণ, আড্ডা,আনন্দ-বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি, দেশের স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। লেখা ছবিসহ মেইল করুন [email protected] এই ঠিকানায়]

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!