স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের ওয়েবিনার

ওয়েবিনারের মাধ্যমে স্বাধীনতার গৌরবোজ্জ্বল সুবর্ণজয়ন্তী উদযাপন করল পর্তুগাল বাংলা প্রেস ক্লাব।

স্থানীয় সময় শুক্রবার বিকেলে সংগঠনের সভাপতি রনি মোহাম্মদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক তারিকুল হাসান আশিকের সঞ্চলনায় “পর্তুগালে বাংলাদেশ এবং সাংবাদিকতা’ শিরোনামে আলোচনার প্রধান আলোচক ছিলেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের উপদেষ্টা ও বাংলাদেশ টেলিভিশনের সাবেক সিনিয়র রিপোর্টার হুমায়ুন কবির হিমু।

আলোচক হিসেবে যুক্ত ছিলেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সহ সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারী, এফ আই রনি ও জহিরুল ইসলাম মুন এবং যুগ্ম সম্পাদক আনোয়ার এস খান ফাহিম সহ আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ জাহিদ কায়সার, প্রচার সম্পাদক এনামুল হক, আন্তজার্তিক সম্পাদক শাহিদ আহমেদ, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক মহি উদ্দিন এবং নির্বাহী সদস্য হাসান কোরাইশি ও আকরাম হোসেন প্রমুখ।

Travelion – Mobile

আলোচকরা মহান স্বাধীনতা দিবসের প্রেক্ষাপট এবং দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের গৌরবগাঁথা ও হানাদার বাহিনীর বর্বরতার কথা তুলে ধরেন।

বিগত ৫০ বছরে দেশের নানা অর্জনের কথা উল্লেখ করে তারা বলেন, সবুজের মাঝে রক্তিম আভার যে পতাকা, সেই পতাকার সম্মান ৫০ বছরে অনেক বৃদ্ধি পেয়েছে।অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্বাস্থ্য, শিক্ষা,নারীর ক্ষমতায়ন, মাথাপিছু আয় বৃদ্ধি, জীবনযাত্রার মান বৃদ্ধিসহ সব ক্ষেত্রে এগিয়েছে বাংলাদেশ। এ সমৃদ্ধির ধারা অব্যাহত থাকলে অচিরেই বাংলাদেশ হবে একটি সমৃদ্ধিশালী দেশ।

বক্তারা প্রবাসের মাটিতে বাংলাদেশের পতাকা সমুজ্জ্বল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে প্রবাসে সাংবাদিকদের ভূমিকা এবং সঠিকভাবে সংবাদ পরিবেশের জন্য দিকনির্দেশনামূলক আলোচনা হয়।

প্রিন্স আহমেদের পরিচালনায় স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে ওয়েবিনার শেষ হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!