স্পেনে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সার্ভিস সাময়িক বন্ধ

স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মচারীর করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ায় কনস্যুলার সার্ভিস সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) মিশন উপ প্রধান হারুন আল রশিদ স্বাক্ষরিত দূতাবাসের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, মাদ্রিদের সংশ্লিষ্ট স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষের পরামর্শে বাংলাদেশ দূতাবাসে কনস্যুলার সার্ভিস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া অবধি কনস্যুলার সার্ভিস বন্ধ থাকবে।

প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনে ৬০২৫৬২৫২০-এ নম্বরে কল করে কিংবা একই নম্বরের হোয়াট্সঅ্যাপে বার্তা দিয়ে কিংবা দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজের মেসেঞ্জারে বার্তা দিয়ে যোগাযোগ করার জন্য দূতাবাসের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Travelion – Mobile

সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষেরসঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব কনস্যুলার সার্ভিস পুনরায় চালু করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রবাসী বাংলাদেশিদের সাময়িক অসুবিধার জন্য দূতাবাসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!