সৌদির বিমানবন্দরে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশিসহ আহত ১২

সৌদি আরবের আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে ১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে বাংলাদেশ, ভারতসহ বেশ কয়েকজন বিদেশি পর্যটকরয়েছেন।

বৃহস্পতিবার ইয়েমেন সীমান্তসংলগ্ন বিমানবন্দরটিতে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি। বিমানবন্দরটি লক্ষ্য করে ড্রোনটি পাঠানো হয়েছিল বলে টুইটে জানানো হয়েছে। তবে সেটি দিয়ে হামলা চালানোর আগেই ধ্বংস ধ্বংস করেছে নিরাপত্তা বাহিনী।

Travelion – Mobile

এসময় ছিটকে আসা ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে দুই সৌদি নাগরিকসহ বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ফিলিপাইনের মোট ১২ জন আহত হয়েছেন। তবে তাদের কারও আঘাত গুরুতর নয়।

এক বিবৃতিতে সৌদি জোট জানিয়েছে, যথাযথ নিরাপত্তা নিশ্চিতের পর বিমানবন্দরটিতে ফ্লাইট চলাচল আবার স্বাভাবিক হয়েছে।

তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে সীমান্তবর্তী এলাকাটিতে ইয়েমেনি হুথি বিদ্রোহীরা প্রায়ই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে থাকেন ইরান–সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। যদিও সেগুলোর বেশির ভাগই ঠেকিয়ে দেয় সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। এরপরও এসব হামলায় হতাহতের ঘটনা ঘটেছে।

প্রতিবেশী দেশ ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ২০১৫ সালের শুরু থেকে লড়ছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। এর আগের বছরেই রাজধানী সানা আক্রমণ করে আবদ-রাব্বু মানসুর হাদির সরকারকে ক্ষমতাচ্যুত করেন হুতি বিদ্রোহীরা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!