সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকর

‘গত ২৮ দিন ধরে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ছিলাম। নিউমোনিয়া হয়েছিল। ডাক্তারদের পরামর্শ ছিল হাসপাতালে বেশি সময় থেকে গিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরি। আজ মা ও বাবার আশীর্বাদে বাড়ি ফিরলাম’, নিজেই টুইট করে এইভাবে দেশবাসীকে জানিয়ে দিলেন সুস্থ হয়ে নিজের ঘরে ফেরার খবর। ,

সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। হাসপাতালে দীর্ঘ চিকিত্‍‌সার পর রবিবার (৮ ডিসেম্বর) বাড়ি ফিরেছেন। আপাতত ভালোই রয়েছেন তিনি।

যে চিকিৎসকদের দায়িত্বে তিনি ছিলেন সকলকেই ধন্যবাদ জানিয়েছেন লতা। পাশাপাশি নিজের অসংখ্য ভক্তকেও ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি।

Travelion – Mobile

চিকিত্‍‌সারত ডাক্তারদেরও ধন্যবাদ জানিয়ে ৯০ বছরের কিংবদন্তি গায়িকা লিখেছেন,’ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আমার ডাক্তাররা আমার অভিভাবক। তাঁদের প্রত্যেককে আমার শ্রদ্ধা জানাই। নার্সিঙের কর্মীরা ছিলেন একেবারে আলাদা। আপনাদের অপরিসীম ভালোবাসা ও আশীর্বাদ অত্যন্ত মূল্যবান।’


২৮ দিন পর ফিরে ঘরে ফিরে শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সুরসম্রাজ্ঞী। টু্ইট বার্তা তিনি বলেন,’আমার সব শুভাকাঙ্ক্ষীদের অনেক শ্রদ্ধা জানাই। আপনাদের প্রার্থনা আর শুভেচ্ছা কাজ করেছে। আপনাদের প্রত্যেকের সামনে আমি মাথা নত করছি।’

গত ১১ নভেম্বর আচমকাই জানা গিয়েছিল মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। শোনা গিয়েছিল, অবস্থা বেশ গুরুতর তাঁর। রাখা হয়েছে আইসিইউতে।

প্রথম কয়েকদিন চিন্তার প্রহর গুনতে হলেও ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। সোশ্যাল মিডিয়ায় গায়িকার আরোগ্য কামনা করেন তাঁর ভক্তরা।

ভেন্টিলেশনে রয়েছেন সুরসম্রাজ্ঞী এমন খবরও রটে গিয়েছিল নিমেষে। ভাইরাল হয় ভুয়া মৃত্যুর খবর। তবে পরে হাসপাতাল সূত্রে জানা যায় শ্বাসকষ্টজনিত সমস্যার জন্যই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় লতা মঙ্গেশকরকে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!