সিলেট রুটে দিনে ৩টি ফ্লাইট উড়বে ইউএস-বাংলার

আগামী ২৯ মার্চ থেকে ঢাকা-সিলেট-ঢাকা রুটে প্রতিদিন ৩টি ফ্লাইট উড়াবে বাংলাদেশের অন্যতম বেসরকারী বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

রবিবার (৮ মার্চ) বিমানসংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,বর্তমানে সিলেট রুটে দিনে ২টি ফ্লাইট চলছে। যাত্রী চাহিদার কারনে বাড়তি একটি ফ্লাইট দেওযার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২৯ মার্চ থেকে প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিট, দুপুর ১২টা ৪৫ মিনিট, সন্ধ্যা ৬টা ১৫ মিনিট ঢাকা থেকে সিলেট এবং সিলেট থেকে ঢাকায় দুপুর ১২টা ০৫ মিনিট, ২টা ০৫ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০মিনিটে ফ্লাইট চলাচল করবে।

Travelion – Mobile

ঢাকা থেকে সিলেটের নূন্যতম ভাড়া সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ ২ হাজার ৭০০ টাকা নির্ধারন করা আছে।

সিলেট ছাড়াও বর্তমানে অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, রাজশাহী, যশোর ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স ১৩ উড়োজাহাজের বহর দিয়ে ৮ টি আন্তর্জাতিক রুট এবং ৭ টি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে। আন্তর্জাতিক রুট গুলো হল কলকাতা, চেন্নাই, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, গুয়াংজু, মাস্কাট এবং দোহা ।

ইউএস-বাংলা বহরে রয়েছে চারটি বোয়িং ৭৩৭-৮০০, ছয়টি ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!