সিডনিতে ‘নবধারা’র দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অস্ট্রেলিয়ার সিডনিতে ভিন্নধারায় নিজেদের স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখেছে নবধারা, পার করেছে ১০ বছর।

ভিন্নধর্মী এই সংগঠন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করেছে দশম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আয়োজন করা হয় ‘নবধারা নাইটস’।

নবধারা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন আবিদা সুলতানা ও সৈয়দ আজীম চঞ্চল।

Travelion – Mobile

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

শুরু হয় কোরআন তেলাওয়াত ও অ্যাকনলেজমেন্ট অব কান্ট্রির মাধ্যমে। পরে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। এছাড়াও নবধারার থিম সং পরিবেশিত হয়। নবধারা নিউজ ও নবধারা অ্যাসোসিয়েশনের টিমের পরিচিতি এবং তাদের কার্যপ্রণালী তুলে ধরা হয়।

অতিথিদের নিয়ে দশম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়
অতিথিদের নিয়ে দশম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়

অনুষ্ঠানে সাংবাদিক, নবধারা অ্যাসোসিয়েশনের টিম মেম্বার এবং সিটি কাউন্সিলের কাউন্সিলরদের সম্মাননা প্রদান করা হয়।

কমিউনিটিতে অবদানের জন্য সিটি কাউন্সিলরদের মধ্যে সম্মাননা গ্রহণ করেন কার্ল সালেহ, ড. সাবরিন ফারুকী উস্রী, রাজ দত্ত, ভাদ্রা ওয়াইবা ও ইব্রাহিম খলিল মাসুদ।

সাংবাদিকদের মধ্যে ক্রেস্ট গ্রহণ করেন বিদেশ বাংলা সম্পাদক আব্দুল মতিন এবং ঢাকা পোস্ট ও বাংলাভিশনের অস্ট্রেলিয়া প্রতিনিধি নির্জন মোশারফ।

সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পী সাদিয়া আইরিন নিতু। সাউন্ড সিস্টেম সহযোগিতায় ছিলেন জামিলুর রহমান।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

মিডিয়া ব্যক্তিত্বসহ অন্যান্য কমিউনিটির ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অতিথিদের নিয়ে দশম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় ও নৈশভোজ শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ইঞ্জিনিয়ার আব্দুল কাইউম।

নবধারার বিভিন্ন কার্যক্রমের মধ্যে রয়েছে- হোয়াইট রিবন অষ্ট্রেলিয়া, বিশ্ব নারী দিবস, হেলথ বিলিভ, বিশ্ব মানসিক দিবস, মাইন্ডফুল কোর্স, মেন্টাল হেলথ, সুইসাইড প্রিভেনশন, বিশ্ব ডায়াবেটিস দিবস, পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস, নিরাপদ সড়ক, বাবা দিবস, রিফিউজি উইক, হারমোনি ডে ইত্যাদি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!