শিং দিয়ে গুঁতিয়ে মহিলাকে খুন, ভেড়ার তিন বছরের জেল

বিচিত্র

এক মহিলাকে শিং দিয়ে গুঁতিয়ে খুন করার অপরাধে ভেড়াকে তিন বছরের জন্য কারাদণ্ডের শাস্তি দিল আদালত। শাস্তি দেওয়া হয়েছে ভেড়ার মালিককেও।

ঘটনাটি আফ্রিকার সুদানের। মৃত মহিলার নাম অ্যাডিউ চাপিং, বয়স ৪৫ বছর। অভিযোগ, রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ বিনা প্ররোচনাতে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে ভেড়াটি। সিং দিয়ে তাঁকে গুঁতিয়ে রাস্তায় ফেলে দেয়। পড়ে গিয়ে গুরুতর চোট লাগে মহিলার। বেশ কিছুক্ষণ রক্তক্ষরণের পর রাস্তাতেই মৃত্যু হয় তাঁর।

এরপরই ওই ভেড়াকে ‘গ্রেফতার’ করে পুলিশ । থানায় নিয়ে যাওয়া হয় তাকে এবং তার মালিককে। আদালতে বসে বিচারসভা। সব দেখেশুনে বিচারক রায় দেন তিন বছর জেল খাটতে হবে ‘খুনি’কে।

Travelion – Mobile

ভেড়ার মালিকের শাস্তি অবশ্য কারাদণ্ড নয়। তবে তাঁকে ক্ষতিপূরণ দিতে হবে। মৃত মহিলার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৫টি গরু দিতে হবে ওই ভেড়াটির মালিককে।

ভেড়া সাধারণত শাস্ত, তৃণভোজী। তবু কেন ওই মহিলাকে বিনা প্ররোচনায় এমনভাবে শিং দিয়ে গুঁতিয়ে দিল ভেড়াটি, তার এমন আচরণের কারণ খুঁজে পাওয়া যায়নি। অগত্যা তিন বছর শাস্তি ভোগ করতে হবে অবলা পশুটিকে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!