লেবাননে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নারী কর্মী নিহত

লেবাননে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বাংলাদেশি এক নারীকর্মীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তার নাম সুমী বেগম। বাড়ি বাংলাদেশে ঢাকা জেলার সূত্রাপুর থানায়। বাবার নাম আব্দুল মান্নান।

বৃহষ্পতিবার (১৪ মে) স্থানীয় রফিক হারিরি হাসপাতালে রাতে তাঁর মৃত্যু হয়। বর্তমানে তাঁর মরদেহ হাসপাতালের হিমঘরে আছে।

তাঁর স্বামী লেবানন প্রবাসী মোঃ সুমন জানায় সুমী বেগম পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনার আশায় দীর্ঘ ৬ বছর আগে গৃহকর্মীর ভিসায় লেবানন আসে।স্বামী সহ থাকতেন বৈরুতের ইজনাহ এলাকায়।

Travelion – Mobile

গত মঙ্গলবার (১২ মে) প্রতিদিনের মত কাজ থেকে ফিরে আসার সময় আল রাওশে সড়কে একটি মটর সাইকেল তাঁকে সজোরে ধাক্কা দিলে চলন্ত মাইক্রোবাসের নীচে পড়ে গেয়ে গুরুতর আহত তিনি ।

পরে তাঁর স্বামী তাঁকে স্থানীয় রফিক হারিরি হাসপাতালে ভর্তি করলে গতকাল বৃহষ্পতিবার স্থানীয় সময় রাত ১০টায় তাঁর মৃত্যু হয়।

এদিকে সুমী বেগমের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।তারা বৈরুত দূতাবাসের নিকট অনুরোধ জানায় যেন মরদেহ অতি দ্রুত পরিবারের কাছে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!