লেবাননে স্ট্রোকে বাংলাদেশি গৃহকর্মীর মৃত্যু

লেবাননে স্ট্রোকে আক্রান্ত হয়ে মনোয়ারা বেগম নামে এক নারী গৃহকর্মীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে নাভাতিয়ে এলাকায় নিয়োগকর্তার বাসায় কর্মরত অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ বৈরুতের জাহারা হাসপাতালের মর্গে আছে।

মনোয়ারা বেগমের ছেলে লেবানন প্রবাসী মোঃ ইদ্রিস জানায়, তার মা দীর্ঘ ১৯ বছর আগে গৃহকর্মীর ভিসায় লেবানন আসেন।

Travelion – Mobile

নাভাতিয়ে এলাকায় নিয়োগকর্তার বাসায় গৃহকর্মীর কাজ করতেন।নিয়োগকর্তার বরাত দিয়ে মো. ইদ্রিস আরো জানায়, মনোয়ারা বেগম কর্মরত অবস্থায় মঙ্গলবার দুপুরে স্ট্রোকে আক্রান্ত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে নিয়োগকর্তা স্থানীয় প্রশাসনের সহায়তায় মৃতদেহ বৈরুতের জাহারা হাসাপাতালের মর্গে রাখার ব্যবস্থা সহ মোবাইল ফোনে ইদ্রিসকে তার মায়ের মৃত্যু সংবাদ জানায়।

এদিকে মনোয়ারা বেগেমের আকস্মিক মৃত্যুতে পরিবারসহ নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

তিন সন্তানের জননী মরিয়ম বেগমের বাড়ি বাংলাদেশে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার বউনাকান্দি গ্রামে। স্বামীর নাম জয়নাল আবেদিন।

এদিকে মনোয়ারা বেগমের মৃত্য সংবাদ বাংলাদেশ দূতাবাসকে জানালে দূতাবাস স্থানীয় প্রশাসনের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন বলে জানা গেছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!