লেবাননে ভবন থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

লেবাননে ভবন থেকে পড়ে মো. তফসির আহমেদ নামে এক বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

৫ অক্টোবর দুপুরে বৈরুতের বিয়েলে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। বর্তমানে মরদেহ আলাই শহরের স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে আছে।

জানা যায়, পরিবারের একমাত্র উপার্জনক্ষমকারী তফসির আহমেদ উন্নত জীবনের আশায় রঙ্গিন স্বপ্নে বিভোর হয়ে দীর্ঘ ৬ বছর আগে একটি এ্যালুমিনিয়াম ফ্যাক্টরির ভিসায় লেবাননে আসেন।

Travelion – Mobile

প্রতিদিনের মত গত ৫ অক্টোবর সোমবার বৈরুতের বিয়েলে একটি সুউচ্চ ভবনে এ্যালুমিনিয়ামের কাজ করার সময় উপর থেকে মাটিতে পড়ে গেলে সাথে সাথেই তার মৃত্যু হয়।বর্তমানে মৃতদেহ আলাই শহরের স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে আছে।

পরিবারে ৫ বোনের একমাত্র ভাই তফসিরের বাড়ি বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামে।বাবার নাম বকুল মিয়া।

এদিকে তার অকাল মৃত্যুতে নিজ এলাকা সহ পরিবারে শোকের ছায়া নেমে আসে। পরিবার থেকে লেবাননস্থ বাংলাদেশ দূতাবাসের প্রতি অনুরোধ জানানো হয় যেন মরদেহটি অতি দ্রুত পরিবারের কাছে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!