লেবাননে বাংলাদেশিদের স্বেচ্ছায় দেশে ফেরা কর্মসূচী সাময়িক স্থগিত

লেবাননে স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচীর আওতায় কাগজপত্রবিহীন বাংলাদেশিদের নামনিবন্ধন কর্মসূচী আগামী এক মাসের জন্য স্থগিত ঘোষনা করেছে বাংলাদেশ দূতাবাস।

আগামী ১ এপ্রিল পর্যন্ত এই কর্মসূচী বন্ধ ধাকবে এবং ৪ এপ্রিল থেকে পুনরায় শুরু হবে ।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দূতাবাসের প্রথম সচিব আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

Travelion – Mobile

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচীর আওতায় (২০২১ ও ২০২২) যে সকল বাংলাদেশিরা এ পর্যন্ত নাম নিবন্ধন করেছেন, তাদের সবাইকে নিজ দেশে পাঠানোর কাজ শেষ না হওয়া পর্যন্ত নতুন করে নাম নিবন্ধন প্রক্রিয়া আগামী ১ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে।

এ দিকে দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচীর আওতায় আগামী ১২ ও ১৯ মার্চ কুয়েত এয়ারলাইন্সের ২টি ফ্লাইটে আরো ১১৯ জন বাংলাদেশি নিজ দেশে ফিরে যাবেন।

লেবাননে দীর্ঘদিন ধরে চলমান অর্থনৈতিক মন্দায় গত ২ বছরে দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচীর আওতায় প্রায় ১৪ হাজার কাগজপত্রবিহীন বাংলাদেশি নিজ দেশে ফিরেছে বলে দূতাবাস জানায়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!