লেবাননে নিখোঁজ বাংলাদেশিকে পাওয়া গেল ফাঁসিতে ঝুলন্ত

লেবাননের জুবাইল এলাকায় মো. আল আমিন নামে এক প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

তাঁর বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার কালিরবাজার থানার গিলাতলী গ্রামে। বাবার নাম মো. শাহজাহান।

বৃহষ্পতিবার (১২ মার্চ) দুপুরে নির্মানাধীন একটি ভবনের নীচতলা থেকে মরদেহ উদ্ধার করা হয় । বর্তমানে মরদেহ স্থানীয় মাউনেট হাসপাতালের মর্গে আছে।

Travelion – Mobile

প্রতিবেশি বাংলাদেশিরা জানান, আল আমিন দীর্ঘ ৬ বছর আগে জীবিকার তাগিদে লেবানন আসে। তিনি জুবাইল এলাকার একটি রুমে থাকতন। মার্চ মাসের প্রথম সপ্তাহ হঠ্যৎ করে একদিন তিনি নিখোঁজ হয়ে যান। সম্ভাব্য সব জায়গায় অনেক খোজাখুজি করেও তার কোন হদিস পায়নি সহকর্মী বাংলাদেশিরা।

অবশেষে তারা নিখোঁজ সংবাদটি লেবাননে বাংলাদেশ দূতাবাস এবংস্থানীয় পুলিশপ্রশাসনকে জানায় এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার করে। এপরেও তাঁর কোন হদিস পাওয়া যাচ্ছিল না।

বৃহস্পতিবার সকালে স্থানীয় পুলিশ জুবাইলের নির্মানাধীন একটি ভবনের নিচতলা থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে। এটা আত্মহত্যা নাকি হত্যা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এদিকে আল আমিন বৈরুত দূতাবাসে আবেদন করে দেশে যাবার জন্য অপেক্ষায় ছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ তাঁকে কফিনেবন্দী হয়েই দেশে যেতে হচ্ছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!