লেবাননে না ফেরার দেশে নারী রেমিট্যান্সযোদ্ধা

ঠান্ডাজনিত অসুস্থতায় না ফেরার দেশে চলে গেলেন লেবাননের একজন নারী রেমিট্যান্সযোদ্ধা বাংলাদেশি।

মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে দেশটির সাঈদা জেলার আলজিয়ে হাসপাতালে দেলোয়ারা বেগম নামের এই গৃহকর্মীর মৃত্যু হয়। মরহুমার গ্রামের বাড়ি নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়ায়।

জানা যায়, অনেকদিন থেকেই ঠান্ডাজনিত কারনে তিনি অসুস্থ ছিলেন। মঙ্গলবার ভোরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে নিজেই আলজিয়ে হাসপাতালে চিকিৎসকের শরনাপন্ন হন। কিছুক্ষন পরেই সেখানেই তিনি মৃত্যবরণ করেন।

Travelion – Mobile

কর্তব্যরত চিকিৎসক জানান, শ্বাসজনিত কষ্টের কারনে দেলোয়ারা বেগমের মৃত্যু হয়েছে। তার মরদেহ ঔ হাসপাতালের হিমঘরে রাখা আছে।

দেলোয়ারা বেগম গৃহকর্মীর বৈধ ভিসায় ২০১৩ সালে লেবাননে আসলেও পরে তিনি অবৈধ হয়ে যান। বৈরুতের দক্ষিনে সাঈদা জেলার সংলগ্ন আলজিয়ে এলাকাতেই তিনি থাকতেন।

দেশে দেলোয়ারা বেগমের পরিবারে স্বামী, দুই মেয়ে রয়েছে। তার স্বামী জয়নাল আবেদিন রাজধানী ঢাকায় বাংলাদেশ টেলিভিশনে কর্মরত।

তার মৃত্যুে পরিবারে শোকের ছায়া নেমে আসে। বড় মেয়ে ঝিনিয়া বেগম মায়ের মরদেহ দ্রুত পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থার জন্য বৈরুত দূতাবাসের প্রতি অনুরোধ জানিয়েছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!