যুক্তরাষ্ট্রের জাদুঘরে ঠাঁই পেলেন ভারতীয় নারী পাইলট

প্রথম ভারতীয় নারী পাইলট হিসেবে উত্তর মেরুর ওপর দিয়ে ১৬ হাজার কিলোমিটারের রেকর্ড দূরত্ব পাড়ি দেওয়ায় এয়ার ইন্ডিয়ার সিনিয়র পাইলট জোয়া আগারওয়াল ঠাঁই পেয়েছেন যুক্তরাষ্ট্রের এসএফও অ্যাভিয়েশন জাদুঘরে।

২০২১ সালে জোয়া আগরওয়ালের নেতৃত্বে এয়ার ইন্ডিয়ার নারী পাইলটের একটি দল প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসো থেকে উত্তর মেরুর ওপর দিয়ে ভারতের বেঙ্গালুরু শহর পর্যন্ত বিশ্বের দীর্ঘতম বিমান পথ পাড়ি দেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাভিয়েশন জাদুঘর এয়ার ইন্ডিয়ার নারী পাইলটদের কৃতিত্বের মুগ্ধ জাদুঘরে তাদের জন্য একটি স্থানের নামকরণের প্রস্তাব দেয়।

Travelion – Mobile

এ ব্যাপারে জোয়া বার্তা সংস্থা এএনআইকে জানান, তিনিই একমাত্র মানুষ যিনি পাইলট হিসেবে ওই জাদুঘরে ঠাঁই পেয়েছেন।

ক্যাপ্টেন জোয়া এএনআইকে বলেন, এটা জেনে আমি অবাক হয়ে গিয়েছিলাম যে সেখানে আমিই একমাত্র জীবিত বস্তু, আমি আপ্লুত। আমি বিশ্বাস করতে পারছি না যে আমি যুক্তরাষ্ট্রের একটি মর্যাদাপূর্ণ অ্যাভিয়েশন জাদুঘরের অংশ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!