চীনে আওয়ামী লীগের ‘২১ শে আগস্ট’ স্মরণ

বাংলাদেশ আওয়ামী লীগ চীন শাখার উদ্যোগে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১শে আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন, প্রতিবাদ সভা, এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

রবিবার সন্ধ্যায় চীনের গুয়াংজো এবং নানচাং শহরে এই প্রতিবাদ সভা এবং দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মো: জনি বেপারীর ভার্চুয়ালী সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মো: আশরাফুল মোমিন চৌধুরীর সঞ্চলনায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি মো. শামীম শেখ, মো. জয় হোসেইন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদ, সাংগঠনিক সম্পাদক পলাশ মাহমুদ, দপ্তর সম্পাদক মোঃ খাজা আহমেদ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মোঃ ফরিদ রহমান, ছাত্রলীগ কর্মী রকিনুল ইসলাম নিশান সহ অন্যান্য নেতৃবন্দ।

Travelion – Mobile

সভায় বক্তারা বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার অপরাধীদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তাঁরা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!