মেক্সিকোয় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আবিদা ইসলাম

দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত আবিদা ইসলামকে মেক্সিকোয় বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তিনি একই সাথে কোস্টারিকা, ইকুয়েডর, গুয়াতেমালা এবং হন্ডুরাসের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Travelion – Mobile

১৫তম বিসিএস ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা আবিদা ইসলাম কলকাতায় ডেপুটি হাই কমিশনার ছাড়াও লন্ডন, কলম্বো ও ব্রাসেলসে বাংলাদেশ মিশনে কাজ করেছেন।

তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আমেরিকা) হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

এ ছাড়া আবিদা ইসলাম সফলভাবে দেশে এবং বিদেশে বেশ কয়েকটি পেশাদার প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেন এবং বিভিন্ন বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার এবং সামিটে বাংলাদেশ প্রতিনিধিত্ব করেন।

আবিদা ইসলাম সমাজ বিজ্ঞান বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জনের পর অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে ফরেইন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড এর ওপর আবার মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!