কুয়েতে কমিউনিটি নেতা বীর মুক্তিযোদ্ধা শফি আর নেই

কুয়েত আওয়ামীলীগের সহ-সভাপতি ও ঢাকা ষ্টোরের স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম শফি (৭৫) আর নেই।

মঙ্গলবার (২৯ জুন) স্থানীয় সময় বিকেল ৩টায় কুয়েতের আমিরি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

তাঁর সহকর্মীরা জানান, অসুস্থ হয়ে শফিউল আলম শফি কুয়েতের স্থানীয় আমিরি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ পরিস্থিতিতে মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি হয়। এক পর্যায়ে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Travelion – Mobile

বর্তমানে শফিউল আলমের মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দ্রুত দেশে পাঠানো হবে বলেজানা গেছে।

প্রায় তিন যুগ আগে চট্রগ্রামের সন্দ্বীপ উপজেলার বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম শফি জীবন আর জীবিকার তাগিদে উপসাগরীয় দেশ কুয়েতে আসেন।

এদিকে জ্যেষ্ঠ এই নেতার মৃত্যুতে কুয়েতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

কুয়েত আওয়ামীলীগের নেতা-কর্মীরা শফির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!