মেক্সিকোতে বাঙালী জাতির বীর শেখ কামালের প্রতি শ্রদ্ধা

মেক্সিকো সিটিস্থ বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন করেছে।

রাষ্ট্রদূত আবিদা ইসলাম এবং দূতাবাসের কর্মকর্তারা বীর শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে জাতির প্রতি তাঁর অদম্য সাহসিকতা ও গভীর অবদানের কথা স্মরণ করেন।

পরে দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

Travelion – Mobile

শহীদ ক্যাপ্টেন শেখ কামালের বিদেহী আত্মার শান্তি এবং জাতির উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে শিল্প, সাহিত্য, ক্রীড়া ও থিয়েটারসহ বিভিন্ন ক্ষেত্রে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের অসামান্য অবদান তুলে ধরে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রাপ্ত শেখ কামালের জন্মবার্ষিকীর ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

রাষ্ট্রদূত তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

সেইসাথে, তিনি তৎকালীন সমাজে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ব্যাপক প্রভাব এবং অবদানের উপর আলোকপাত করে্ তাকে তরুণদের জন্য একটি রোল মডেল হিসাবে আখ্যায়িত করেন।

তিনি আশা প্রকাশ করেন যে নতুন প্রজন্ম তাকে অনুসরন করে একটি সমৃদ্ধ এবং সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে সক্রিয়ভাবে অবদান রাখবে।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!