মিশিগানে বঙ্গবন্ধু ম্যুরালে কালিলেপন-ভাঙচুরে যুক্তরাষ্ট্র যুবলীগের নিন্দা, প্রতিবাদ

মিশিগানে রাতের আঁধারে জাতির পিতা বঙ্গবন্ধু ম্যুরালে কালিলেপন ও ভাঙচুরের ঘটনার ধিক্কার ও নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগ।

রবিবার (২০ ফেব্রুয়ারি) নিউইয়র্কের জেকসন হাইটসের একটি কমিউনিটি হলে আয়োজিত প্রতিবাদ সমাবেশে ঘটনায় জড়িতদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান দলের নেতারা ।

মো একরামুল হক সাবু, আতিকুর রহমান সুজন,আমিনুল হোসেন, রিযাজুল কাদের, লস্কর মিটু, কামরুজজামান মুরাদসহ দলের সিনিয়ার নেতারা সমাবেশে বক্তব্য রাখেন।

Travelion – Mobile

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

নেতারা বলেন,‘যুক্তরাষ্ট্রের মতো আদর্শবান গণতান্ত্রিক দেশে কোন জাতির নেতার স্মারক স্থাপত্য বা সংস্কৃতিকে অবমূল্যায়ন মেনে নেওয়া যায়। এটা খুবই ঘৃণিত কাজ।’

তারা আরও বলেন, বঙ্গবন্ধু শুধু আওয়ামীলীগের নেতা নয়,সবার এবং পুরো জাতির। তাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার স্তম্ভ হিসেবে বানানো ম্যুরালটি রক্ষা করা সবারই দায়িত্ব।

মিশিগানের ডেট্রয়েট-হ্যামট্রামিক শহরে প্রবেশপথে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালটি কালো রঙ স্প্রে করে সৌন্দর্য নষ্ট এবং কিছু অংশ ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।
মিশিগানের ডেট্রয়েট-হ্যামট্রামিক শহরে প্রবেশপথে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালটি কালো রঙ স্প্রে করে সৌন্দর্য নষ্ট এবং কিছু অংশ ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।

স্থানীয় সময় শুক্রবার রাতের কোনো এক সময় মিশিগানের ডেট্রয়েট-হ্যামট্রামিক শহরে প্রবেশপথে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালটি কালো রঙ স্প্রে করে সৌন্দর্য নষ্ট এবং কিছু অংশ ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় মিশিগানের আওয়ামী পরিবার ছাড়াও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রবাসী বাংলাদেশিরাও প্রতিবাদমূখর হয়ে ওঠেছে। ।

মিশিগান স্টেট আওয়ামী লীগ এবং মিশিগান মহানগর আওয়ামী লীগ আলাদা ২টি প্রতিবাদ সভা করেছে।

বঙ্গবন্ধুর ম্যুরালটি প্রায় ৮ হাজার ডলার ব্যয়ে নির্মাণ করে মিশিগান স্টেট যুবলীগ। ২০২০ সালের ১৬ আগস্ট কংগ্রেসওম্যান ব্রেন্ডা লরেন্স, পল ওজনো, লরি স্টোনসহ যুক্তরাষ্ট্র ও মিশিগান আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিতিতে ম্যুরালটি উদ্বোধন করা হয়েছিল।

মিশিগান স্টেট যুবলীগের নেতারা জানিয়েছেন, বঙ্গবন্ধুর ম্যুরালটি দ্রুত পুনঃ-সংস্কার করে সৌন্দর্য ফিরিয়ে আনা হবে।

সবশেষ খবরে জানা যায়, ঘটনার তদন্ত ও দুর্বৃত্তদের চিহ্নিত করতে মাঠে নেমেছে ডেট্রয়েট সিটি পুলিশ। সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!