মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশিসহ ৫০১ অভিবাসী আটক

মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশিসহ ৫০১ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

শুক্রবার (১৪ অক্টোবর) রাতে সেলাঙ্গর রাজ্যের শাহ আলম সেকশন ২২-এর একটি শিপিং কোম্পানির গুদামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সেলাঙ্গর রাজ্যের অভিবাসন বিভাগের উপ-পরিচালক তরমিজি তালিব আলি গণমাধ্যমকে জানান, স্থানীয় জনসাধারণের তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন কার্যকলাপ ও গতিবিধি পর্যবেক্ষণের পর এসব অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

Travelion – Mobile

আরও পড়তে পারেন : মালয়েশিয়ায় শিকলে বাঁধা অপহৃত বাংলাদেশিকে উদ্ধার

তার নেতৃত্বে এই অভিযানে যোগ দেন সেলাঙ্গর রিইনফোর্সমেন্টের ৭৮ জন কর্মকর্তা ও জাতীয় নিবন্ধন বিভাগের (জেপিএন) ৪ জন কর্মকর্তা।

আটক বিদেশিদের মধ্যে রয়েছে ভারতের ৩১৮, নেপাল ১৬, বাংলাদেশ ১৫, ইন্দোনেশিয়া ৬২, শ্রীলঙ্কা ৭৯ ও মিয়ানমারের ১১ নাগরিক। আটকৃতদের বয়স ১৫ থেকে ৫২ বছরের মধ্যে।

তবে অভিযানের সময় সেখানে কতজন বাংলাদেশি ছিলেন, এ রিপোর্ট লিখা পর্যন্ত তা জানা যায়নি।

মালয়েশিয়ার খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

শনিবার মালয় সংবাদমাধ্যম সিনার হারিয়ান’র এক প্রতিবেদনে বলা হয়েছে, আইন প্রয়োগকারী সংস্থার উপস্থিতি টের পেয়ে, কেউ কেউ বস্তার স্তূপের আড়ালে, টয়লেটে এমনকি একদল ওই ভবনের ছাদে লুকানোর চেষ্টা করে ।

আটকৃতদের অনেকের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। অনেকের কাছে বৈধ কোনো ভ্রমণ নথি ছিল না।

তাদের বেশিরভাগই নির্মাণ প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

অভিবাসন কর্মকর্তা তরমিজি বলেছেন, এর আগে কখনও এই গুদামে অভিযান চালানো হয়নি। এ অভিযানে ১১৩ জন স্থানীয় নাগরিকসহ মোট ৬১৪ জনের কাগজ পত্র পরীক্ষা করা হয়েছে।

আরও পড়তে পারেন : লেবাননে ছিনতাইকারির হাতে বাংলাদেশি গুলিবিদ্ধ

এদের মধ্যে যাদের কোনো বৈধ কাগজপত্র নেই, ‘অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ অনুযায়ী এমন ৫০১ বিদেশীকে আটক করা হয়েছে।

আটক বিদেশি শ্রমিকরা স্বীকার করেছে যে, তারা কয়েক মাস ধরে প্রতিদিন ৬ থেকে ১২ ঘন্টার শিফটে ৮০ থেকে ১০০ রিঙ্গিতে পারশ্রমিকে কাজ করছেন।

‘এ ছাড়া বৈধ নথি ছাড়া শ্রমিকদের কাজ করার অনুমতি দেওয়ায় মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, তিনি যোগ করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!