মালয়েশিয়ায় জাতীয় সংবিধান দিবস উদযাপন

মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের জাতীয় সংবিধান দিবস উদযাপিত হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের মিলনায়তনে দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় হাইকমিশনার মো. শামীম আহসান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদুরপ্রসারী এবং বলিষ্ঠ নেতৃত্বে গণতন্ত্র ও আইনের শাসন নিশ্চিত করার লক্ষ্যে স্বাধীনতার মাত্র এক বছরের মধ্যে সংবিধান প্রণয়ণ বাঙালির জাতীয় জীবনে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা ।

Travelion – Mobile

এবারের ‘জাতীয় সংবিধান দিবস’ এর প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর ভাবনা, সংবিধানের বর্ণনা’র কথা উল্লেখ করে তিনি আরো বলেন যে,স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের মুক্তি সংগ্রামের ইতিহাস ও সংবিধানের চেতনা ধারণের জন্য জাতীয় সংবিধান দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্যে প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশ কমিনিউটির বিশিষ্টজন ও হাইকমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!