মালদ্বীপে অবৈধ অভিবাসীদের ধরতে ধারাবাহিক অভিযান

মালদ্বীপে বসবাসরত অবৈধ অভিবাসীদের সমস্যার দ্রুত সমাধান খুঁজতে ধারাবাহিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এক বিবৃতিতে ইমিগ্রেশন জানিয়েছে, অভিযান চলাকালে প্রবাসীদের পরিচয় ও ভিসা যাচাই-বাছাই করা হবে। 

বিবৃতিতে জানানো হয়েছে অভিবাসন আইন অমান্যকারী বিদেশিদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিবে এবং বিদেশিদের আইনের আওতায় আনা হবে।

Travelion – Mobile

অভিযানের উদ্দেশ্য হচ্ছে মালদ্বীপে অবৈধ অভিবাসীর সংখ্যা হ্রাস করা এবং কাজের জন্য মালদ্বীপে বসবাসরত প্রবাসীদের বিষয়গুলি মালদ্বীপের আইন ও  নিয়ম অনুযায়ী কিনা তা  নিশ্চিত করা। 

এবং অভিবাসী শ্রমিকদের কাজে নিয়ে আসা ব্যক্তি, সরকারি মন্ত্রণালয়, বিদেশী দূতাবাস, নাগরিক সহ সংশ্লিষ্ট সকলকে সম্পৃক্ত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

এই বিশেষ অভিযান চলাকালে, অভিবাসন আইন লঙ্ঘন করে মালদ্বীপে যারা কাজ করছেন এবং বৈধ পারমিট ছাড়া মালদ্বীপে বসবাস করছেন তাদের বিরুদ্ধে অভিবাসন আইন প্রয়োগ করা হবে।

মালদ্বীপে বিপুল সংখ্যক অভিবাসী রয়েছে, যাদের অনেকেই অনিবন্ধিত। এই অবৈধ শ্রমিকদের বেশিরভাগই বাংলাদেশি বলে ধারণা করা হয়।

এ বিষয়ে বাংলাদেশ হাইমিশনের শ্রম কাউন্সেলর সোহেল পারভেজ এর সাথে যোগাযোগ করা হলে তিনি মালদ্বীপে আনডকুমেন্টেড বা অনিয়মিত কর্মীদের দ্রুত বৈধ হওয়ার জন্য অনুরোধ জানান ।

তিনি আরও বলেন, দালাল ধরে বৈধ হওয়ার চেষ্টা যেনো প্রবাসীরা না করে। যেখানে কাজ করে সেখানেই বৈধ হওয়ার সুযোগ রয়েছে ।

দালাল ধরলে অনেক সমস্যা হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ইদানিং শুনতে পেরেছি যারা দালাল ধরে বৈধ হয়েছে তারা দেশে গেলে ভিসা বাতিল করে দিচ্ছে।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!