ভারতে ৫ বাংলাদেশি গ্রেপ্তার

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা থেকে ৫ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার অভিযোগে তাদের আটক করা হয়েছে।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জানিয়েছে উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙ্গা এবং তারালি এলাকা থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।

দু’টি আলাদা ঘটনায় তাদেরকে আটক করা হয়। মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙ্গা এবং রাজনগর থেকে তাদের আটক করা হয়।

Travelion – Mobile

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ওই অবৈধ অনুপ্রবেশকারীরা জানিয়েছেন, বাংলাদেশি দালালদের সাহায্যে ভারতে ঢোকার চেষ্টা করেন তারা।

পরবর্তী আইনি পদক্ষেপের জন্য আটকৃতদের নির্দিষ্ট থানার হাতে তুলে দেওয়া হয়েছে।

জানা গেছে, এখন পর্যন্ত অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত পার করার চেষ্টা করায় ২৭৮ জন ভারতীয় এবং ১ হাজার ২১৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!