ভারতের কারাগারে বিদেশি বন্দিদের সংখ্যায় শীর্ষে বাংলাদেশ

বাংলাদেশের বন্ধুপ্রতীম রাষ্ট্র ভারতে বিদেশি বন্দিদের সংখ্যায় শীর্ষে রয়েছে বাংলাদেশ। দেশটির জেলে বন্দি রয়েছেন ২ হাজার ৫১৩ জন বাংলাদেশি। এর মধ্যে সাজাপ্রাপ্ত তথা কয়েদি এক হাজার ৪৭০ জন এবং হাজতি তথা এখনও সাজা হয়নি এমন রয়েছেন এক হাজার ৪৩ জন।

দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা এনসিআরবি-এর প্রকাশিত প্রতিবেদনে দেখা গিয়েছে, ভারতীয় জেলে বন্দি বিদেশীদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশের নাগরিক। এদের মধ্যে ৪৭ শতাংশ পশ্চিমবঙ্গের কারাগারে আটক রয়েছেন। মোট বিদেশী বন্দির সংখ্যা ৬০০০-এর কিছু বেশি। এর মধ্যে ২৯৩৫ জন পশ্চিমবঙ্গের জেলে আটক রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে ভারতের জেলে বিদেশি বন্দি ছিলেন ৫ হাজার ১৬৮ জন। ২০১৯ সালে তা বেড়ে হয় ৫ হাজার ৬০৮ জনের। দেশটির এক হাজার ৩৫০টি জেলে বিদেশি বন্দিদের মধ্যে পুরুষ ৪ হাজার ৭৭৬ এবং মহিলা ৮৩২ জন রয়েছেন। এর মধ্যে ২ হাজার ১৭১ জন সাজাপ্রাপ্ত এবং ২ হাজার ৯৭৯ জন বিচারাধীন। সেই সঙ্গে ৪০ জন আটক বন্দিও রয়েছেন।

Travelion – Mobile

এনসিআরবির প্রতিবেদন অনুযায়ী, সাজাপ্রাপ্তদের মধ্যে ১ হাজার ৪৭০ জন বাংলাদেশের নাগরিক। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নেপাল। দেশটির ২২৮ বাসিন্দা আদালতের নির্দেশ মতো ভারতের জেলে সাজা খাটছেন। তৃতীয় স্থানে থাকা মিয়ানমারের ১৫৫ জন বন্দির দিন কাটছে ভারতের জেলে। সাজাপ্রাপ্ত বিদেশি বন্দিদের মধ্যে ৬৩.৫ শতাংশই রয়েছে পশ্চিমবঙ্গের জেলে। সেখানে রয়েছে এক হাজার ৩৭৯ জন। যার বেশিরভাগই বাংলাদেশি বন্দি।

এদিকে বিচারাধীন বন্দিতেও শীর্ষে রয়েছে বাংলাদেশ। ভারতের কারাগারে দিন কাটাচ্ছেন এক হাজার ৪৩ জন বাংলাদেশি। যাদের এখনও বিচার হয়নি। এর ঠিক পরেই রয়েছে নাইজেরিয়া। দেশটির ৬৮৬ জন নাগরিক ভারতের জেলে বিচার শেষ হওয়ায় অপেক্ষায় দিন কাটাচ্ছেন। নেপালের ৫১৭ জনও ভারতের জেলে বিচারাধীন বন্দি হিসেবে রয়েছেন। এ ক্ষেত্রেও প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এ জেলে রয়েছেন ৫৭৬ বিদেশি বিচারাধীন বন্দি।

সম্প্রতি, পশ্চিমবঙ্গের জেল থেকে প্রায় ৬৮০ জন বন্দিকে বাংলাদেশে পাঠাতে উদ্যোগী হয়েছে রাজ্যের কারা দফতর।

সূত্রের খবর অনুযায়ী, কেবল বাংলাদেশী নয়, বন্দিদের মধ্যে একটা অংশ মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের লোক। এরা বাংলাদেশ দিয়ে ভারতে ঢোকার সময় বন্দি হয়। মানবাধিকার সংস্থাগুলি এই বন্দিদের মুক্তির জন্য কাজ করছেন। অন্তত বিনা বিচারে আটক বন্দিদের যেন তাড়াতাড়ি বিচার প্রক্রিয়া শুরু হয় তা দেখছেন তারা। সূত্র : টাইমস অফ ইন্ডিয়া

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!