বাংলাদেশিদের পাসপোর্ট সেবা দিবে সৌদি পোস্ট ও ইডিসি

আগামী মাস থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং এর আশপাশের অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সেবা দূতাবাস ভবনের পরিবর্তে দেওয়া হবে সৌদির রাষ্ট্রীয় ডাক বিভাগ ও প্রবাসী সেবা কেন্দ্র-ইডিসির মাধ্যমে ।

১লা ফেব্রুয়ারি থেকে ডাক বিভাগ ‘সৌদি পোস্ট’ এর ৩৪টি ও ইডিসির ৪টি শাখায় পাসপোর্ট রি-ইস্যু এবং রি-ইস্যুকৃত পাসপোর্ট ডেলিভারির ব্যবস্থা করেছে বাংলাদেশ দূতাবাস।

প্রবাসীদের পাসপোর্ট সেবা সহজীকরণ এবং দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পাশাপাশি কুটনীতিক এলাকায় নিরাপত্তার স্বার্থে প্রবাসীদের যাতায়াত ও ভিড় এড়াতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাস্ট্রদূত গোলাম মসিহ।

Travelion – Mobile

বুধবার দূতাবাসের কনফারেন্স রুমে আয়োজিত সংবদ সম্মলনে রাষ্ট্রদূত বলেন, ‘সৌদি আরবের সাথে বর্তমান সরকারের সঙ্গে বাংলাদেশের অভূতপূর্ব সম্পর্কের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রবাসীদের কল্যাণে এই পদক্ষেপ নেয়া হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে প্রবাসীদের আর পাসপোর্ট সেবা নিতে দূতাবাসে এসে দীর্ঘ লাইন দিয়ে অপেক্ষা করতে হবে না। প্রাথমিকভাবে এই সেবা শুধু রিয়াদ ও তার আশেপাশে কর্মরত প্রবাসীদের জন্য প্রযোজ্য হবে।’

বাংলাদেশিদের জন্য দূতাবাসের দরজা সবসময় খোলা আছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘প্রবাসীদের সময় এবং অর্থ সাশ্রয়ের কথা বিবেচনা করে আউট সোর্সিং কোম্পানী হিসেবে সৌদি পোস্ট অফিস এবং প্রবাসী সেবা কেন্দ্রকে এ দায়িত্ব দেয়া হয়েছে। এই দুটি প্রতিষ্ঠানের শাখা রিয়াদের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকার কারণে প্রবাসীরা দুতাবাসে না এসে হাতের নাগালে থাকা এসব প্রতিষ্ঠানে পাসপোর্ট রি-ইস্যুর আবেদন এবং রি-ইস্যুকৃত পাসপোর্ট ডেলিভারি নিতে পারবেন।’

সংবদ সম্মলনে আরও জানানো হয়, ৪০ রিয়াল সার্ভিস চার্জের বিনিময়ে বাংলাদেশিরা এ সেবা নিতে পারবেন। এসব প্রতিষ্ঠান যেন প্রবাসীদের সাথে কোন ধরনের প্রতারণা অথবা অতিরিক্ত অর্থ হাতিয়ে নিতে না পারে সেজন্য দূতাবাসের পক্ষ থেকে নজরদারি থাকবে জানিয়ে কোন ধরনের দালাল বা এজেন্ট না ধরে স্বশরীরে উপস্থিত হয়ে পাসপোর্ট জমা দিতে প্রবাসীদের প্রতি আহবান জানানো হয়।

এছাড়াও দূতাবাস দেওয়া নির্দেশনা অনুযায়ী এসব প্রতিষ্ঠান অফিসগুলোতে সার্ভিস চার্জের তালিকা বড় অক্ষরে ডিসপ্লে বোর্ড লিখে দৃশমান স্থানে টানিয়ে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

আউট সোর্সিংয়ের মাধ্যমে পাসপোর্ট সেবা প্রদানের ব্যবস্থা করায় জন্য দূতাবাসে আবেদন এবং গ্রহণের জন্য যাতায়াতে যে অর্থ খরচ হয় তার অর্ধেকের বেশি টাকা বেঁচে যাবে, এমনটি জানালেন মিশন উপ প্রধান ডক্টর মো. নজরুল ইসলাম।

সে সব জায়গায় পাসপোর্ট সেবা পাবেন প্রবাসীরা:
সৌদি পোস্টের শাখা
রিয়াদের কিং আব্দুল আজিজ রোড বাথা
প্রিন্স মোসাইদ বিন আব্দুল আজিজ স্ট্রিট ওয়েস্টার্ন ওরাইজা
হিজাজ স্ট্রিট সিফা ডিস্ট্রিক
মোহাম্মদ বিন আবি তাম্মাম স্ট্রিট ওয়েস্টার্ন নাসিম ডিস্ট্রিক্ট
জয়নব বিন তাজাস স্ট্রিট রাওদা ডিস্ট্রিক্ট
মাখদুব স্ট্রিট আল ওয়াদি ডিস্ট্রিক্ট
জারির স্ট্রিট আল মালাজ ডিস্ট্রিক্ট
আল ইমাম সাউথ বিন আব্দুল আজিজ বিন মুহাম্মদ ব্রাঞ্চ রোড মাসেফ ডিস্ট্রিক্
মুহাম্মদ বিন মুয়াইকাল স্ট্রিট সানাইয়া ডিস্ট্রিক্ট
আব্দুল মালিক বিন মারওয়ান স্ট্রিট ওলাইয়া ডিস্ট্রিক্ট
মুহাম্মদ ইবনে মুয়াইকাল সানাইয়া আল উলা
দ্বিতীয় ইন্ডাষ্ট্রিয়াল শহর রিয়াদ সানাইয়া
আব্দুল রহিম আল খাতামি ইয়ামামা নাসেজ
উমরা আদহামঈ স্ট্রিট সাফারাত
আল হায়ের পোস্ট অফিস
আরকাহ পোস্ট অফিস
আল খারিজ অঞ্চলের আল খারিজ পোস্ট অফিস
আফলাজ পোস্ট অফিস
আল হারিক পোস্ট অফিস
দাঁড়াইয়া পোস্ট অফিস
দোআদমি পোস্ট অফিস
জুলফা পোস্ট অফিস
আল সিলেল পোস্ট অফিস
আলকোয়া পোস্ট অফিস
মাজমাহ পোস্ট অফিস
মুজামিয়াহ পোস্ট অফিস
তাহদিক পোস্ট অফিস
হুরাই মেলা পোস্ট অফিস
হাউতাট বনি তামিম পোস্ট অফিস
রমাহ পোস্ট অফিস, শাকরা পোস্ট অফিস
ধুরমা পোস্ট অফিস, আফিফ পোস্ট অফিস
ওয়াদি দাওয়াসির পোস্ট অফিস

প্রবাসী সেবা কেন্দ্র(ইডিসি):
নিউ সামশিয়া প্লাজা বাথা প্রবাসী সেবা কেন্দ্র
মদিনা সুপার মার্কেটের পাশে বাথা প্রবাসী সেবা কেন্দ্র
উম্মুল হাম্মাম প্রবাসী সেবা কেন্দ্র
নিউ সানাইয়া প্রবাসী সেবা কেন্দ্র

তথ্য সূত্র : মোহাম্মদ আল-আমীন, সৌদি আরব

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!