প্রবাসী বিমানযাত্রীর জুতার ভেতর থেকে ইয়াবা উদ্ধার

বিশেষ কৌশলে জুতার ভেতরে ইয়াবার চালান নিয়ে মালয়েশিয়া যাওয়ার সময় এক বিমানযাত্রীকে আটক করা হয়েছে। ওই যাত্রীর নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৩০)।

বুধবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে আটক করে পুলিশের বিশেষ শাখা (এসবি)। জাহাঙ্গীর আলমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

বিমানবন্দর জোনের এসবি সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মালয়েশিয়াগামী ফ্লাইটের (বিজি-০৮২) যাত্রী ছিল। গোপন তথ্যের ভিত্তিতে বহির্গমন বোর্ডিং কাউন্টারের সামনে থেকে সিটি এসবি বিমানবন্দর জোন তাঁকে আটক করে। র তার দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের মধ্যে জুতার ভেতর (গোড়ালির অংশে) বিশেষ কায়দায় সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুটি ইয়াবার প্যাকেট পাওয়া যায়। প্যাকেটে থাকা মোট ১২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

Travelion – Mobile

আটক জাহাঙ্গীরের বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে এসবি সূত্রে জানা গেছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!