প্রবাসী বাংলাদেশিরা কঠোর পরিশ্রমী, আন্তরিক : ব্রুনাইয়ের সুলতান

বাংলাদেশে সফররত ব্রুনাই দারুসসালামের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ বলেছেন, প্রবাসী বাংলাদেশিরা কঠোর পরিশ্রমী, আন্তরিক।

শনিবার (১৫ অক্টোবর) হোটেল কন্টিনেন্টালে সুলতানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

মোমেন এই শুভ সফরে কৃতজ্ঞতা ও আনন্দ প্রকাশ করে বলেন,, দুই দেশের মধ্যকার চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

Travelion – Mobile

আগের খবর : ব্রুনাইয়ের সুলতান আজ ঢাকায় আসছেন

তিনি পারস্পরিক সুবিধার জন্য অব্যবহৃত সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

>এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

বাংলাদেশ ও ব্রুনাই উভয় দেশের অর্থনীতিতে ব্রুনাইয়ের প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করে মোমেন ব্রুনাইকে পেশাদার ও দক্ষ জনবলসহ প্রয়োজনীয় কর্মী সরবরাহের জন্য বাংলাদেশের প্রস্তুতির কথা জানান।

ব্রুনাইয়ে বর্তমানে প্রায় ২০ হাজার বাংলাদেশি কর্মরত আছেন। তিনি রোহিঙ্গা সংকট মোকাবেলায় ব্রুনাইয়ের সমর্থনও চেয়েছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সুলতানকে বলেন, বাংলাদেশ সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য প্রস্তুত এবং বাংলাদেশে ব্রুনিয়ার বিনিয়োগকে উৎসাহিত করেছে।

জ্বালানি খাতে চলমান মুদ্রাস্ফীতির চাপ এবং অস্থিরতার দিকে ইঙ্গিত করে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় একটি শক্তিশালী দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!