প্রতিবন্ধী শিশুকে ফ্লাইটে উঠতে বাধা, ইন্ডিগোর ৫ লক্ষ টাকা জরিমানা

ভারতের রাঁচী বিমানবন্দরে একটি প্রতিবন্ধী শিশুকে ফ্লাইটে উঠতে দেননি ইন্ডিগোর গ্রাউন্ড স্টাফেরা। প্রতিবাদে শিশুটির মা-বাবাও ফ্লাইটে উঠতে অস্বীকার করেন। সেই ঘটনাতেই জরিমানার মুখে দেশটির বেসরকারি বিমান পরিবহণ সংস্থা ‘ইন্ডিগো’। গুনতে হচ্ছেস্থানীয় মুদ্রায় ৫ লক্ষ টাকা জরিমানার।

গত ৭ মে, রাঁচী বিমানবন্দরে একটি প্রতিবন্ধী শিশুকে হায়দরাবাদগামী ফ্লাইটে উঠতে বাধা দেন ইন্ডিগোর কর্মীরা। তাঁদের দাবি ছিল, শিশুটি ঘাবড়ে গিয়েছিল। এই অবস্থায় ফ্লাইটে তুললে পরিস্থিতি জটিল হতে পারে। এর পর শিশুটির মা-বাবাও ফ্লাইটে উঠতে আপত্তি করেন।

ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। বিমান সংস্থার সমালোচনায় সরব হয় নেটমাধ্যম। এই ঘটনায় ইন্ডিগোকে ৫ লক্ষ টাকা জরিমানা করল ‘ডিরেক্টোরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)’।

Travelion – Mobile

ডিজিসিএ বিবৃতিতে জানিয়েছে, ‘বিশেষ পরিস্থিতিতে বুদ্ধিদীপ্ত প্রতিক্রিয়া কাম্য। কিন্তু বিমানসংস্থার কর্মীরা সেই পরিস্থিতিতে নিজেদের সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। যা পরিষেবা প্রদানের নূন্যতম শর্তের পরিপন্থী।’

প্রসঙ্গত, ৮ মে এই ঘটনার কথা প্রকাশ হতেই ভারতের বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া নিজে উদ্যোগী হন। তদন্তের নির্দেশও দেন। তাঁরই তৈরি করে দেওয়া সত্যানুসন্ধান কমিটি ঘটনার তদন্ত করে রিপোর্ট জমা দেয়। তার পরই ইন্ডিগোকে সতর্ক করার পাশাপাশি ৫ লক্ষ টাকা জরিমানা করে ডিজিসিএ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!