পাপুলকাণ্ডে জড়িত দুই কুয়েতিকে কেন্দ্রীয় কারাগারে প্রেরণ

পাপুলকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক কুয়েতের জনশক্তি কর্তৃপক্ষের এক পরিচালক এবং জাতীয় সংসদের প্রাক্তন এক প্রার্থীকে কেন্দ্রীয় কারাগারে ২১ দিনের দিয়েছে দেশটির পাবলিক প্রসিকিউশন।

এই দুই কুয়েতির বিরুদ্ধে ঘুষের বিনিময়ে বাংলাদেশে সাংসদ শহিদ ইসলাম পাপুলের অবৈধ ভিসা বাণিজ্যে সহায়তায় প্রমাণ পাওয়া যাওয়ায় প্রসিকিউটর এই সিদ্ধান্ত নিয়েছে।

আগের থবর : ঘুষের জন্য কুয়েতের সরকারি কর্মকর্তাদের দায়ী করলেন পাপুল

Travelion – Mobile

গত সপ্তাহের শুরুতে পাবলিক প্রসিকিউটর আরোপিত অভিযোগ তদন্তের জন্য বাংলাদেশি সাংসদকে ২১ দিনের আটকাদেশ দিয়ে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।

বিশ্বস্ত সূত্রে আরব টাইমস জানাচ্ছে, পাপুল মামলার আসামি ও সাক্ষীদের জেরা নিয়ে ম্যারাথন তদন্ত অব্যাহত রয়েছে। ফলে এই মামলায় উচ্চ প্রোফাইলের নাম নিয়ে আরও অবাক করা বিষয় অপেক্ষা করছে।

আগের থবর : পাপুলকাণ্ডে সম্পৃক্ত কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব বরখাস্ত

এরই মধ্যে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি একজন মেজর জেনারেল বরখাস্ত হয়েছেন। আটক হয়েছেন ওই জেনারেলের সচিব। সাময়িক বরখাস্ত হয়েছেন সরকারের জনশক্তি কর্তৃপক্ষের পরিচালক।

ভিডিও দেখার আমন্ত্রণ

YouTube video
“>সমসাময়িক কুয়েত : কেমন আছেন প্রবাসী বাংলাদেশিরা
YouTube video

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!