পর্তুগালে CRCIPT’র ইফতার ও দোয়া মাহফিল

পর্তুগাল সরকারের অনুমোদিত প্রবাসী বাংলাদেশিদের সুপরিচিত আর্তমানবতার সেবায় নিয়োজিত সংগঠন “কমিউনিদাদ রিলেজিয়েসাও কলতুরাল ইসলামিকা ইন পর্তুগাল “(CRCIPT) এর আয়োজনে স্থানীয় প্রবাসী সাংবাদিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রাজধানী লিসবনের বাঙ্গালী অধ্যুষিত মাতৃ মনিজের ফুড গাডেন রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি মোশাররফ হোসেন।

সাধারণ সম্পাদক আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহর পরিচালনায় বক্তব্য রাখেন কমিউনিটির প্রবীণ ব্যক্তি তসলিম উদ্দিন রানা, নজরুল ইসলাম শিকদার, মাতৃম মনিজ জামে মসজিদের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শামসুল ইসলাম, মো. কামাল উদ্দিন, ব্যবসায়ী কবি মোরশেদ কামাল, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রনি মোহাম্মদ, সাধারন সম্পাদক রাসেল আহাম্মদ, মাতৃম মনিজ জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন।

Travelion – Mobile

CRCIPT’র সভাপতি সংগঠনের বিগত সময়ের এবং করোনা মহামারি চলাকালীন লিসবনের বিভিন্ন মানবকল্যাণ মুখি কার্যক্রম গুলো তুলে ধরেন এবং ইসলামের আলোকে পর্তুগাল সরকারের নিয়ম নীতি মেনে মানবতার কল্যাণে আগামীতে কমিউনিটির সকলে সহযোগিতায় এগিয়ে নিয়ে যাবে এমনটি প্রত্যাশা কামনা করেন।

সব শেষে ইফতারের পূর্বে করোনা মহামারি থেকে পর্তুগাল, বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহ’র সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত দোয়া পরিচালনা করেন বায়তুল মোকাররম ইসলামিক সেন্টার এর খতিব অধ্যাপক আবু সাঈদ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!