পর্তুগালে বাংলাদেশি হিন্দু এসোসিয়েশনের দুর্গোৎসব উদযাপন

পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশি হিন্দু এসোসিয়েশনের উদ্যোগে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯ টায় পূজার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর পুষ্পাঞ্জলি এবং প্রসাদ বন্টন করা হয়। বিকালে আরতির মাধ্যমে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয়। আরতির শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে দশমী পূজা এর মাধ্যমে উৎসবের সমাপ্তি হয়।

দ্বিতীয় পর্বের আরতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগালে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান, দ্বিতীয় সচিব আব্দুল্লাহ আল রাজি ও আলমগীর হোসেন এবং দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সামিউল হকসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

Travelion – Mobile

এই সময় রাষ্ট্রদূত তারিক আহসান শুভেচ্ছা বক্তব্যে বলেন, প্রবাসের মাঝে প্রবাসী হিন্দু ধর্মালম্বী বাংলাদেশিরা মিলেমিশে এমন একটি সুন্দর আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ধর্মীয় রীতিনীতি পালন করা প্রত্যেক ধর্মের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও তিনি সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ধর্মীয় এবং দেশাত্মবোধক গান, নাচ এবং আবৃত্তি করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!