নিউইয়র্কে ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’র যাত্রা শুরু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাত্রা শুরু করলো নতুন সেবামূলক প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড।

বাংলাদেশি কমিউনিটির ইংরেজি ও কম্পিউটারের উপর দক্ষতা বাড়িয়ে কাজের উপযোগী করে জীবনযাত্রার মান উন্নয়ন করাই প্রতিষ্ঠান প্রধান লক্ষ্য, যার সেবাগুলো হলো: কম্পিউটার কোর্স, ইংলিশ ল্যাংগুয়েজ কোর্স ও মেন্টাল হেলথ ওয়ার্কশপ।

গত শনিবার আনুষ্ঠানিকভাবে তাদের কোর্সে শুরু হয়। উদ্বোধন অনুষ্ঠানে, নিউইয়র্কের কমিউনিটি বোর্ড মেম্বার আহসান হাবিব এবং বিশিষ্ট ফটোগ্রাফার নেহার সিদ্দিকী শিক্ষার্থীদের কাছে কোর্সের গুরুত্ব তুলে ধরেন।

Travelion – Mobile

তারা বলেন, প্রযুক্তির এই যুগে ইংরেজি ও কম্পিউটার জানা না থাকলে জীবনের প্রতিটি পদক্ষেপে সমস্যায় পড়তে হয়। তাই এসব স্কিল ডেভেলপ করা অত্যন্ত জরুরী।

‘কোন বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে এটাই প্রথম কোন মহৎ উদ্যোগ। তাই এই উদ্যোগকে স্বাগত জানাই ,পাশে থাকান প্রত্যয় রাখি’, যোগ করেন তারা।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ইঞ্জি. আব্দুস সোবহান বলেন,“আমরা খুবই আশাবাদি সবাই এই সেবা নিয়ে নিজেদের যোগ্য তুলেবেন।

“আমরা সবার সব ধরণের সহযোগিতা চাই। যেহেতু এটি অলাভজনক প্রতিষ্ঠান, যে কেউ যেকোন ধরণের সহযোগিতা করে এই সেবামূলক কাজে পাশে থাকতে পারেন”, তিনি যোগ করেন।

অন্যদের মধ্য প্রতিষ্ঠানের ইংরেজি ইন্সট্রাক্টর সুমাইয়া তাবাসসুম, ট্রেজারার শিউলি আক্তার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!