নভোএয়ার বহরে যুক্ত হল ৭ম উড়োজাহাজ

দেশের বেসরকারি বিমানসংস্থা নভোএয়ার-এর বহরে ৬৮টি আসন বিশিষ্ট অত্যাধুনিক এটিআর ৭২-৫০০ মডেলের আরেকটি উড়োজাহাজ যুক্ত হয়েছে। এ নিয়ে নভোএয়ার এর উড়োজাহাজের সংখ্যা সাতে দাঁড়াল।

উড়োজাহাজটি রোববার বেলা ২ টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় নভোএয়ার এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম এবং অন্যান্য পরিচালক ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন উড়োজাহাজ দিয়ে নভোএয়ার শীঘ্রই অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা করেছে,সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Travelion – Mobile

নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার ৬টি, চট্টগ্রাম রুটে প্রতিদিন ৫টি, যশোর ৫টি, সৈয়দপুর ৫টি, সিলেট ২টি, রাজশাহী, বরিশাল ও কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।

২০১৩ সালের জানুয়ারীতে নভোএয়ার ফ্লাইট পরিচালনা শুরু করে। সঠিক সময়ে উড্ডয়ন ও সর্বোত্তম যাত্রী সেবা প্রদানের মাধ্যমে নভোএয়ার যাত্রীদের প্রথম পছন্দের এয়ারলাইন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!