তার্কিশ এয়ারলাইন্সের বিজনেস ক্লাসে ২০% ছাড়

ঢাকা থেকে ইস্তানবুল-এরপর বিশ্বের নানা গন্তব্যে ২০ শতাংশ ছাড়ে বিজনেস ক্লাসে ভ্রমণে সুযোগ দিচ্ছে তুরস্কের জাতীয় বিমানসংস্থা তার্কিশ এয়ারলাইন্স।

এই সুবিধা পাওয়া যাবে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ ও যুক্তরাজ্যের নির্ধারিত গন্তব্যগুলোতে।

এই অফার ঘোষণা করে তার্কিশ এয়ারলাইন্সের ঢাকার কান্ট্রি অফিস জানিয়েছে, আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে টিকিট কিনতে হবে এবং ভ্রমণ করা যাবে ৩১ মার্চ পর্যন্ত যাত্রীর প্রয়োজনের সময়ে।

Travelion – Mobile

ইস্তানবুল হাব থেকে ২৬৫টি উড়োজাহাজের বহর নিয়ে বিশ্বের মোট ১২৬টি দেশের ৩১৯টি গন্তব্যে চলাচল করছে তার্কিশ এয়ারলাইন্স।

বাংলাদেশে ২০১০ সাল থেকে ঢাকা-ইস্তানবুল-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউরোশিয়ার অন্যতম শীর্ষ বিমানসংস্থাটি। সাধারণত এয়ারবাস এ ৩৩০ উড়োজাহাজ দেওয়া হয় এই রুটে।

দশ বছর পূর্তিতে বাংলাদেশি যাত্রী, ট্রাভেল এজেন্সি এবং সংশ্লিষ্ট সকল সংস্থাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তার্কিশ এয়ারলাইনসের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার এমরাহ কারাচা। বলেন,‘যাত্রীদের সন্তুষ্টি আর সবার সহেযাগিতা ও অনুপ্রেরণায় এতটা পথ পেরিয়ে এসেছি আমরা। তাই কৃতজ্ঞচিত্তে সবার অবদানকে স্মরণ করছি।”

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!