ঢাকা-মুম্বাই রুটে ইন্ডিগোর ফ্লাইট চালু

ভারতের বৃহত্তম বেসরকারি এয়ারলাইনস ইন্ডিগো দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের সঙ্গে বাংলাদেশের রাজধানী ঢাকা গন্তব্যে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে।

রোববার (৩০ অক্টোবর) মুম্বাই-ঢাকা-মুম্বাই রুটে আনুষ্ঠানিকভাবে ফ্লাইট পরিচালনা শুরু করে কম খরচের বিমানসংস্থাটি ।

এ উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনী অনুষ্ঠানের আযোজন করা হয়। এসময় আগত যাত্রী ও বিদায়ী যাত্রীদের ফুল ও চকলেট দিয়ে বরণ করা হয়।

Travelion – Mobile

বিমানবন্দর সূত্র জানায়, ১৭৭ জন যাত্রী নিয়ে ইন্ডিগোর প্রথম ফ্লাইটটি গতকাল দুপুর ২টা ৩৫ মিনিটে ছেড়ে যায়।

ঢাকা-মুম্বাই রুটে ইন্ডিগোর উদ্বোধনী ফ্লাইটে যাত্রীরা। ছবি সংগৃহীত
ঢাকা-মুম্বাই রুটে ইন্ডিগোর উদ্বোধনী ফ্লাইটে যাত্রীরা। ছবি সংগৃহীত

ঢাকা-মুম্বাই-ঢাকা রুটে সপ্তাহে ৪টি ফ্লাইট পরিচালনা করবে ইন্ডিগো।

প্রতি শনিবার, রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ইন্ডিগো ফ্লাইট ঢাকা থেকে ছেড়ে যাবে দুপুর ২টা ৩৫ মিনিটে।

মুম্বাই থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইট ছাড়বে স্থানীয় সময় সকাল সোয়া ১০টায়। বাংলাদেশ সময় দেড়টায় ঢাকায় অবতরণ করবে।

এভিয়েশনের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

এই রুটে যাওয়া-আসার ভাড়া সর্বনিম্ন ২৪ হাজার টাকা এবং একমুখী যাত্রার ভাড়া সর্বনিম্ন ১৫ হাজার টাকা।

বাংলাদেশে ইন্ডিগোর জিএসএ রেনেসান্স এভিয়েশন সার্ভিসেস লিমিটেড জানায়, মুম্বাই, চেন্নাই, কলকাতার খুব শীঘ্রই দিল্লি রুটে ফ্লাইট শুরু করা হচ্ছে।

সবমিলিয়ে ঢাকা থেকে ভারতের ৪ গন্তব্যে সপ্তাহে ২৭টি ফ্লাইট পরিচালনা করবে ইন্ডিগো।

ভারতের হরিয়ানার গুরগাঁওয়ওভিত্তিক ইন্ডিগোর বর্তমানে ৯৬টি গন্তব্যে দৈনিক ১ হাজার ৮০০ ফ্লাইট পরিচালনা করে। এর মধ্যে ৭১টি অভ্যন্তরীণ এবং ২৫টি আন্তর্জাতিক রুট রয়েছে।

বহরের আকার ও যাত্রীর হিসাবে ইন্ডিগো সবচেয়ে বড় কম ভাড়ার এশিয়ান এয়ারলাইনস।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!