ঢাকা-আবুধাবি রুটে সকল ফ্লাইট বাতিল করল বাংলাদেশ বিমান

ঢাকা-আবুধাবি রুটে সকল ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান। তবে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আবুধাবি-ঢাকা রুটে সপ্তাহে দুটি ফ্লাইট চলাচল করবে।

বিমান বাংলাদেশ সূত্রে জানা গেছে, এই রুটে এতদিন সপ্তাহে চারটি নিয়মিত ফ্লাইট পরিচালনা করছিল রাষ্ট্রায়ত্ত্ব বিমানসংস্থাটি। গত তিনদিন ধরে আবুধাবি বিমানবন্দর থেকে প্রবাসী বাংলাদেশিদের ফেরত পাঠানোর কারণে গতকাল মঙ্গলবার থেকে ফ্লাইট কমিয়ে দুটিতে নামিয়ে আনা হয়। সেই সিদ্ধান্তের একদিন না যেতেই আবুধাবি রুটে বিমানের সব ফ্লাইট বাতিলের ঘোষণা করা হয়।

একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জাতীয় দৈনিক কালের কণ্ঠের প্রতিবেদনে বলা হয়, নতুন নির্দেশনা না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। আবুধাবি সরকার কর্মসংস্থান ভিসায় প্রবাসীদের প্রবেশ করতে দিচ্ছে না। এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

Travelion – Mobile

প্রতিবেদনে আরও বলা হয়, নতুন এই সিদ্ধান্তে আবুধাবি যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করা বিপুল প্রবাসী বাংলাদেশি চরম অনিশ্চয়তায় পড়েছেন। যারা গত সাড়ে চারমাস কভিড-১৯ মহামারির কারণে দেশে আটকা পড়েছিলেন। প্রথমত ফিরতি টিকেট নিয়ে তাদের চরম ভোগান্তি ছিল, টিকেটের তিনগুন বাড়তি দাম নিয়েও ছিল ব্যাপক ক্ষোভ। এই কঠিন পরিস্থিতির মধ্যে ফ্লাইট বাতিলের ফলে আটকে পড়া প্রবাসীরা চাকরি নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।

আবুধাবি রুটে চলাচল বন্ধ করা হলেও ঢাকা-দুবাই রুটে সপ্তাহে চারটি ফ্লাইট চলাচল সচল থাকবে। দুবাই কর্তৃপক্ষ থেকে এমন কোন নির্দেশনা না থাকায় সেখানে বিপুল যাত্রী বিমানের ফ্লাইটে বাংলাদেশ থেকে দুবাই ফিরছেন।

কৃষিপণ্য রপ্তানি বাজার : সম্ভাবনার ওমান

কৃষিপণ্য রপ্তানি বাজার : সম্ভাবনার ওমান১৩ আগস্ট, বৃহস্পতিবার – ওমান : রাত ৮.৩০ টা – বাংলাদেশ : রাত ১০.৩০ টা সঞ্চালনা ও সমন্বয় : ড. শামীম আহমেদ, অতিরিক্ত উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরআলোচক কৃষিবিদ কামরুন রহমান, অতিরিক্ত উপপরিচালক (রপ্তানি), কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকৃষিবিদ অঞ্জন চন্দ্র মন্ডল, অতিরিক্ত উপপরিচালক (আমদানি), কৃষি সম্প্রসারণ অধিদপ্তরআবদুল আলীম গাজী পলাশ, কৃষিভিত্তিক পণ্য আমদানিকারক-গাজী এন্ড পার্টনার্স ইউনাইটেড ট্রেডিং, ওমানআবদুল হক , কৃষিভিত্তিক পণ্য আমদানিকারক, বাহারাল মগসেল ট্রেডিং কােম্পানি, সালালাহইজাজ মাহমুদ ছামি, কৃষিপণ্য আমদানিকারক, ব্লু বাস্কেট এলএলসি, ওমানআবু ইউসুফ, প্রবাসী উদ্যোক্তা, আল বারাকা গ্রুপ, ওমান

Posted by AkashJatra on Thursday, August 13, 2020

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!