জার্মানিতে শেখ হাসিনার জন্মদিনে আওয়ামী লীগের আলোচনা

জার্মানিতে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করে বার্লিন আওয়ামী লীগ।

মঙ্গলবার ( ২৮ সেপ্টেম্বর) রাজধানী বার্লিনের একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভার্চুয়ালি অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) ফারুক খান এমপি।

বার্লিন আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্ব এবং জার্মান আওয়ামী লীগের নেত্রী নুরজাহান খান নুরির সঞ্চালনা বক্তব্য রাখেন মিজানুর হক খান, আব্দুল মালেক, নুরে আলম সিদ্দিক রুবেল, রানা ভূঁইয়া, বাপ্পি তালুকদার, সূর্য কান্ত ঘোষ, মো. কুদ্দুস আলী, শাহআলম, শেখ রেদোয়ান, বদিউজ্জান, আবিদ খান লিখন, মোহাম্মদ বেলাল, ওয়াদুত মিয়া, বেলাল হোসেন, আওয়াল খানসহ আরও অনেকে।

Travelion – Mobile

প্রধান অতিথি কর্নেল (অব.) ফারুক খান বলেন, আজ বাংলাদেশ আত্মমর্যাদার এক অনন্য জায়গায় ওঠে এসেছে যেটি শেখ হাসিনার নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছে। শেখ হাসিনা শুধু বাংলাদেশর প্রধানমন্ত্রী নন তিনি এখন একজন বিশ্বনেতা।

তিনি প্রবাসে দলের দুঃসময়ে নেতা-কর্মীদের ভূমিকার প্রশংসা করেন এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!