জার্মানিতে বাংলা মিউনিখ কালচারাল এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী

করোনাভাইরাসের প্রকোপ কমে আসছে জার্মানিতে, ধীরে ধীরে অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে জীবনযাত্রা। এমন পরিস্থিতিতে প্রবাসীদের মাঝে ঈদের আনন্দকে রঙিন করে তুলতে মিউনিখের প্রবাসী সংগঠন বাংলা মিউনিখ কালচারাল এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়।

রবিবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় ওয়েস্ট পার্কে আয়োজিত অনুষ্ঠানে অনুষ্ঠান সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন এসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাসুম মিয়া ও সাধারণ সম্পাদক আবদুর রাহিম। নেতৃবৃন্দ সকল মিউনিখ প্রবাসীকে ধন্যবাদ জানান। তারা সংগঠনের উন্নয়নমূলক বিভিন্ন দিক তুলে ধরেন।

এ ছাড়া নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রোমান মিয়া ۔সেলিম ভূঁইয়া, আবুল কালাম, আলী মর্তুজা পারভেজ, নেসার উদ্দিন মুন্না, গোলাম মাওলাসহ অনেকে।

Travelion – Mobile

অনুষ্ঠানে প্রায় ২৫০ শতাধিক প্রবাসী বাংলাদেশি সকল স্বাস্থ্যবিধি মেনে একত্রিত হন।

YouTube video

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!