চীনে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়নে দুই বাংলাদেশি নির্বাচিত

চীনের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান চিয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স বিশ্ববিদ্যালয়ে প্রথম অনুষ্ঠিত ‘ইন্টারন্যশনাল স্টুডেন্ট ইউনিয়ন-এর প্রতিযোগিতামূলক নির্বাচনে দুই বাংলাদেশি শিক্ষার্থী বিজয়ী হয়েছেন।

বিশ্ববিদ্যালয়টির পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম চেয়ারপারসন এবং মাস্টার্স প্রোগ্রামে অধ্যয়নরত মোহাম্মদ আকবর হোসেন স্বেচ্ছাসেবক বিভাগের মিনিস্টার নির্বাচিত হয়েছেন।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

Travelion – Mobile

মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওভারসিজ এডুকেশন স্কুলের ভাইস ডিন ইনা ওয়াং নির্বাচনের ফল ঘোষণা করেন।

মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম কার্যনির্বাহী কমিটির তিন প্রতিযোগীকে হারিয়ে এবং মোহাম্মদ আকবর হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তারা আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

স্টুডেন্ট ইউনিয়নের বার্ষিক এ নির্বাচনটি দুই দফায় অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী শিক্ষার্থীদের যোগ্যতা যাচাই এবং নির্বাচনী বক্তব্য উপস্থাপন করে। দ্বিতীয় ধাপে শিক্ষক ও শিক্ষার্থীরা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেন।

চীনের শীর্ষস্থানীয় এ বিশ্ববিদ্যালয়ে ৪০০ জন বিদেশি শিক্ষার্থী অধ্যায়ন করছেন। ইন্টারন্যশনাল স্টুডেন্ট ইউনিয়ন বিদেশি শিক্ষাথীদের স্বার্থ রক্ষা ও কল্যাণে কাজ করে।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

চীনের শীর্ষস্থানীয় এ বিশ্ববিদ্যালয়ে ৪০০ জন বিদেশি শিক্ষার্থী অধ্যায়ণ করছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!