গায়িকা এখন যুদ্ধ সাংবাদিক ও তহবিল সংগ্রাহক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

ইউক্রেনের চেরনিহিভের বাড়ি ছেড়ে ওলগা কারোলোভা গত সপ্তাহান্তে পালিয়ে গেছেন। নিজের মেয়ে, কুকুর এবং যা কিছু দুটি ব্যাগে ভরে নেওয়া যায়, সেগুলো নিয়ে তিনি পালাতে বাধ্য হয়েছেন।

তিনি বলেছেন, ‘আমি পাগলের মতো গাড়ি চালাচ্ছিলাম। আমার মাথায় কেবল বোমার বিষয়টি ঘুরপাক খাচ্ছিল। আমি শুধু এ ব্যাপারেই ভেবেছি। দ্রুত চলে যেতে চেয়েছি, কারণ আমার সঙ্গে মেয়ে ছিল।’

কয়েক ঘণ্টা ধরে গাড়ি চালিয়েছেন ওলগা কারোলোভা। অবশেষে সীমান্ত পেরিয়ে পোল্যান্ডে যান তিনি। সেখানে ওই রাতে তার জন্য কনসার্টের আয়োজন ছিল।

Travelion – Mobile

ইউক্রেনের শীর্ষ টেকনো ডিজেদের একজন কারোলোভা যে ধারার গান উপস্থাপন করেন সেই ঘরানা থেকে বেরিয়ে এসে সহকর্মী ইউক্রেনীয় শিল্পীদের দ্বারা বাদ্যযন্ত্র বাজিয়েছেন।

তিনি বলেছেন, ‘আমি মঞ্চে কাঁদছিলাম। আমি বাদ্যযন্ত্র বাজাচ্ছিলাম এবং কাঁদছিলাম। আমার জীবনে সবচেয়ে কঠিন মঞ্চ ছিল সেটা। কিন্তু আমি জানতাম, আমার আরো কিছু করা দরকার। ‘

রুশ হামলায় বাস্তুচ্যুতদের সহায়তায় এবং ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য ওই দিনের পারিশ্রমিক দিয়েছেন কারোলোভা। ওই রাতের পর নিজের ইউটিউব চ্যানেলে পৃথকভাবে তহবিল সংগ্রহ শুরু করেছেন।

আগে তার ইনস্টাগ্রাম পোস্টে ভ্রমণ এবং নাইট ক্লাবের ঝাঁ চকচকে ছবি শোভা পেত। বর্তমানে সেখানে ইউক্রেনের আপডেট দিচ্ছেন তিনি।

তাদের মূল উদ্দেশ্য হলো ফ্যান-ফলোয়ারদের, বিশেষ করে রুশ ভক্তদের দেখানো যে মস্কোর আক্রমণে ইউক্রেনের অবস্থাটা কী।

তিনি আরো বলেছেন, ‘আমি বিস্মিত হয়েছি যে রাশিয়ার মানুষ সত্য দেখতে পাচ্ছে না। বিষয়টা এমন যে তারা উত্তর কোরিয়ায় থাকার মতো কোনো তথ্য ছাড়াই রয়েছে। ‘
সূত্র : বিবিসি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!